ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৭ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ জন শিশু। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থেকে এদের আটক করা হয়। তাদের বাড়ি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও রাজশাহী জেলায়।
স্বরূপনগর থানার পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে। দালালের সহায়তায় ভারতে অনুপ্রবেশের পরই তারা মুম্বাইতে চলে যায়। সেখানে বিভিন্ন এলাকায় বাসায় পরিচারিকা ও নির্মাণ সংস্থায় কাজ করতো তারা।
মঙ্গলবার সকালের দিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছে স্বরূপনগরের বালোতী সীমান্তে জমায়েত হয় তারা। এসময়ে সীমান্তের কাছে টহলরত স্বরূপনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে এই ১৫ জন। আটক ব্যক্তিদের বসিরহাট মহুকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের প্রত্যেককে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।
বিডি প্রতিদিন/২৮ আগষ্ট ২০১৮/হিমেল