পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউন এলাকায় নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পে ডাকাতির ঘটনায় ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। চলতি মাসের ১৬ তারিখ নিউটাউন এলাকার ফিনান্সিয়াল হাবের কাছে মেট্রো প্রকল্প এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন ভোরে প্রায় ত্রিশ জন অস্ত্রধারী দুর্বৃত্ত সেই সাইটের নিরাপত্তারক্ষীকে একটি পোস্টের সাথে বেঁধে প্রায় ভারতীয় মুদ্রার ৫.৪ লাখ রুপির মালপত্র নিয়ে পালিয়ে যায়। সেই ঘটনায় গত ১৯ আগষ্ট ৪ দুর্বৃত্তকে আটক করা হয়। তাদেরকে জেরা করে গত রবিবার রাতে কলকাতা, ডানকুনি ও দমদম এলাকায় অভিযান চালিয়ে মোট ৮ জনকে আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এর মধ্যে ৫ জনই বাংলাদেশি।
বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার (সদর) অমিত.পি.জাভালগি এদিন ফোনে জানান ‘আটক বাংলাদেশিরা বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা। এদের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।’
অভিযুক্তরা হলেন আল-আমিন আহমেদ, শাহিন বিশ্বাস, ফারুক আলি সাঁপুই, আনারুল সাহাজি ও সাদির আলি সরদার। তাদের জেরা করে জানা গেছে ,তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভুয়া নথি দিয়ে সেখানে বসবাস করছে। ইতোমধ্যেই আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মেট্রো প্রকল্পের অবকাঠামো নির্মাণের দায়িত্ব থাকা সংস্থা ‘আইএল এন্ড এফএস’এর সিনিয়র এইচ.আর ম্যানেজার অলোক কুমার জানান, ‘এই ডাকাতির সাথে বাংলাদেশি অপরাধীদের জড়িত থাকার বিষয়টি আরও চিন্তা বাড়িয়েছে। এই ডাকাতির পিছনে এত বড় একটা চক্র জড়িত থাকার ঘটনায় আমরা সত্যিই আতঙ্কিত।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর