ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি। অভিষেক তৃণমূল কংগ্রেসের যুব সর্বভারতীয় সভাপতি ও সাংসদ।
বুধবার কলকাতার নগর দায়রা আদালতে এই মানহানির মামলা করেন অভিষেক।
গত ১১ আগস্ট কলকাতার মেয়ো রোডে বিজেপি যুব মোর্চা আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন অমিত শাহ। ওই জনসভা থেকে অভিষেকের বিরুদ্ধে নারদা, সারদা, সিন্ডিকেট সহ একাধিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ তোলেন তিনি। অমিত শাহের ওই বক্তব্যের পর রাজ্যটির রাজনীতিতেও সোরগোল পড়ে যায়।
তৃণমূলের তরফে দাবি করা হয় এই অভিযোগ মিথ্যা ও অবমাননাকর। এরপর ১৩ আগস্ট অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু আইনি নোটিশ পাঠান বিজেপি সভাপতিকে। ওই নোটিশে তাঁকে নিশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিজেপির পক্ষে কোনও জবাব না পাওয়ার পরই এদিন আদালতে অমিত শাহের বিরুদ্ধে মানহানি মামলা করেন অভিষেকের আইনজীবী। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে বলেও এদিন আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়।
আইনজীবী সঞ্জয় বসুর বক্তব্য তাঁর মক্কেলের বিরুদ্ধে করা অসত্য ও অপমানজনক মন্তব্যের ফলে অভিষেকের সম্মানহানি হয়েছে।
অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের এই মামলাতেই পরিষ্কার যে আগামী বছরে দেশটিতে সাধারণ নির্বাচনের আগে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান