ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে (সংশোধনাগার) এক সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ব্যক্তির নাম রঞ্জিত রায় (২২)। তারা বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারের পুরানো কমপ্লেক্সের একটি খালি শৌচাগারের পাশে রঞ্জিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অন্য বন্দিরা। তারাই খবর দেয় কারা কর্তৃপক্ষকে। পরে কারাগারের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং লাশটি উদ্ধার করেন।
শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। যদিও এই মৃত্যুর পিছনে আত্মহত্যা না কি অন্য কোন কারণ আছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তারাও কোন মন্তব্য করেননি।
পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে পশ্চিমবঙ্গের পুলিশ। এরপর আদালতের নির্দেশে প্রথমে রায়গঞ্জ কারাগারে এবং পরে জলপাইগুড়ি কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় সেই বাংলাদেশি নাগরিককে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর