হুগলী নদীতে এক বাংলাদেশি জাহাজডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টা নাগাদ হঠাৎ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার হরিবল্লভপুরে রূপনারায়ণ নদীতে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় ১০ নাবিককে উদ্ধার করা হয়েছে। এম বি সোম নামের ঐ জাহাজটি ছাই নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
জানা গেছে, জাহাজটি মাঝনদীতে আটকে গিয়ে ধীরে ধীরে ডুবতে থাকে। সেসময় নদীতে মাছ ধরতে থাকা মৎস্যজীবীরা দেখতে পেয়ে জাহাজটি উদ্ধারের জন্য ছুটে যায়। পাশাপাশি খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পরে মহিষাদল থানার পুলিশ ও মৎস্যজীবীরা মিলে ওই জাহাজ থেকে ১০ জন নাবিককে উদ্ধার করে। জাহাজ ডুবলেও প্রাণে বাঁচেন ১০ নাবিক। পরে তাদেরকে মহিষাদল থানায় নিয়ে আসা হয়। তারা প্রত্যেকে সুস্থ আছেন বলে জানা গেছে।
জাহাজের নাবিকরা জানান, বজবজ থেকে ছাই নিয়ে নামখানা যাচ্ছিল, হঠাৎই হুইলের চেন কেটে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে যায়। কাছেই থাকা চরে ধাক্কা মারার ফলে তলার দিকে ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। জাহাজটিকে কোন রকমে পাড়ের দিকে আনার চেষ্টা করা হয় কিন্তু ততক্ষণে জাহাজটি ডুবতে শুরু করে।
সুতাহাটা থানার ওসি জ্বলেশ্বর তিওয়ারী জানান, উদ্ধার হওয়া ১০ জন নাবিকই নিরাপদে আছেন।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল