জাল ভারতীয় নোট পাচারের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। শনিবার সন্ধ্যার দিকে মো. সুকুর আলি (৪১) নামে ওই বাংলাদেশিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত ওই ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোকাসা তারাপুর গ্রামে।
রবিবার বিএসএফ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে বিএসএফ-এর ৬৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আংরাইল সীমান্ত চৌকি (বিওপি) এর অধীন হালদার পাড়া এলাকায় ওঁত পেতে থাকে। সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফ-এর সদস্যরা। এরপর সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা তাকে চ্যালেঞ্জ জানায়। বিএসএফ-এর উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলেও সফল হয়নি। পরে আটক করা হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯ লাখ ৮২ হাজার জাল ভারতীয় নোট। একটি কালো পলিথিন ব্যাগের মধ্যে ২ হাজার রুপির ৪৯১টি জাল নোট পাওয়া যায়। জাল নোট ছাড়াও ভারতীয় ৫৪৪০ রুপি, একটি মোবাইল ফোন, দুইটি মোবাইল সিম এবং বাংলাদেশি পাসপোর্ট (বিএ-০৫৭৭৯১৬) পাওয়া গেছে।
রবিবার সুকুর আলিকে গাইঘাটা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুপুরে তাকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা