পণ্যবাহী জাহাজের পর এবার বাংলাদেশ-ভারতের মধ্যে শুরু হতে যাচ্ছে পর্যটক বাহী জাহাজ চলাচল। দূরত্ব ও পরিবহন খরচ কমানোর লক্ষ্যে শিগগিরই চালু হবে এই সেবা।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাস থেকেই কলকাতা থেকে বিলাসবহুল পর্যটকবাহী এই জাহাজ চলাচল শুরু করবে।
রবিবার এসব কথা বলেন ভারতের আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ (আইডব্লিউএআই)-এর সদস্য এস ভি কে রেড্ডি।
তিনি জানান, ‘আগামী বছরের মার্চ মাসে কলকাতা থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ পর্যন্ত যাত্রীবাহী জাহাজ চলাচল করবে বলে আশা করা হচ্ছে এবং এরপর তা উত্তরপূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।’
দুই দিন আগে কলকাতায় বণিক সভা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন রেড্ডি।
সেখানে তিনি জানান ‘চলতি বছরের অক্টোবর মাসেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় যে, প্রোটোকল চুক্তি অনুযায়ী একটি পর্যটকবাহী জাহাজ ২০১৯ সালের মার্চে যাত্রা শুরু করবে এবং এটি কলকাতা-সুন্দরবন-বাংলাদেশ হয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলে যাবে।’
বিডি প্রতিদিন/কালাম