বিমানে বসে সন্দেহজনক ভিডিও চ্যাট। রুমাল দিয়ে মুখ ঢাকা ছবি। তাতে লেখা, ‘‘এই বিমানে জঙ্গি রয়েছে। আমি মহিলাদের হৃদয় ধ্বংস করি।’’
বিমান ছাড়ার আগের মুহূর্তে যুবকের এমন কাণ্ডেই বাধল বিপত্তি। সন্দেহজনক গতিবিধির জন্য বিমান থেকে নামিয়ে দেয়া হল ওই যাত্রীকে। তাকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম বেদান্ত পোদ্দার।
সোমবার (২৬ নভেম্বর) সকালে কলকাতা থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের বিমানে যুবকের কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অভিযোগ, ওই যুবক যখন বিমান ছাড়ার আগে বন্ধুর সঙ্গে ভিডিও কল করছিলেন, তখনই তার কথাবার্তায় সন্দেহ হয় এক সহযাত্রীর। তিনি বিষয়টি জানান বিমানকর্মীদের। তাদের মাধ্যমেই পাইলট হয়ে খবর যায় এটিসি-তে। এর পরই জরুরি ভিত্তিতে বিমানটিকে আটকে দেওয়া হয়। নামিয়ে আনা হয় সন্দেহভাজন ওই যুবককে। তাকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়।
যুবকের পরিচিতদের অবশ্য দাবি, নিছক মজা করতে গিয়েই বন্ধুকে ওই ধরনের কথা বলেছিলেন বেদান্ত। তবে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। যুবককে নামিয়ে দেওয়ার পর ফের বিমানটি মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়।
বিডি প্রতিদিন/কালাম