ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় স্ত্রীর সঙ্গে ঝামেলার পর নিজের ছয় মাসের মেয়েকে হত্যা করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেছেন, তার সঙ্গে ঝাগড়ার একপর্যায়ে মেয়েকে মেঝেতে আছাড় দিয়ে ফেলে হত্যা করেছেন তারই স্বামী।
শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ফারহা সুলতানা নামে ওই মেয়ে বাবা মায়ের দ্বিতীয় সন্তান ছিল।
হাসপাতালের ডেপুটি সুপারিন্টেডেন্ট অমিতাভ সাহা বলেন, নভেম্বরের ২৯ তারিখ শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার