সীমান্তের নানা সমস্যার সমাধান ও দুই বাহিনীর মধ্যে নিরাপত্তা বৃদ্ধি সম্পর্কিত নানা বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক। দ্বিতীয় বারের মতো নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম দ্বি-পাক্ষিক বৈঠক শুরু হতে চলেছে।
বিজিবির সদর দফতর পিলখানায় হবে দুই বাহিনীর ৪৮ তম বৈঠক।
বৈঠকে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাহিনীর ডিজি রজনী কান্ত মিশ্র। বিএসএফ প্রতিনিধি দলের পাঁচ দিনের ঢাকা সফর শুরু হবে ১১ জুন। প্রতিনিধি দলে বিএসএফ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদক বিরোধী এজেন্সি, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারও উপস্থিত থাকবেন।
অন্যদিকে ১৯ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাহিনীর ডিজি মেজর জেনারেল মহম্মদ সাফিনুল ইসলাম। এর আগে গত ডিসেম্বর মাসে দিল্লিতে দুই বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক হয়।
বিএসএফ সূত্রে খবর, তাদের তরফে সীমান্তে বাংলাদেশি দুর্বৃত্তদের হাতে বিএসএফ সদস্যদের হামলা ও মাদক পাচার, গবাদি পশু পাচার, জাল নোট পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত সমস্যাসহ একাধিক বিষয় তুলে ধরা হবে।
ভারত-বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের গতিবিধি সম্পর্কিত নানা তথ্য নিজেদের মধ্যে বিনিময় করতে পারে বলে জানা যায়। পাশাপাশি গত জানুয়ারি মাসে ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর রোহিঙ্গাদের আটক নিয়ে যে অচলাবস্থ তৈরি হয়েছিল বৈঠকে সেই বিষয়গুলোও উঠে আসতে পারে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন