সারা বছর তুমুল ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্য থেকে একটু সময় বের করে প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে কালী পূজা উদযাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এবার ৪১ বছরে পদার্পণ করলো মুখ্যমন্ত্রীর বাড়ির পূজা। কালীঘাটের বাড়িতে দলীয় কার্যালয়ের পাশের খোলা জায়গাতেই অস্থায়ী প্যান্ডেল করে পূজা করা হয়। লাল-নীল-হলুদ-সবুজ আলোকমালায় সেজে উঠেছে গোটা বাড়ি।
১৯৭৮ সালে প্রথমবার কালী পূজা হয় মমতা ব্যানার্জির হরিশ চ্যাটার্জির বাড়িতে। সেই থেকে হয়ে আসছে শক্তির আরাধনা। রবিবার সন্ধ্যা থেকেই পূজা শুরু হয়। পূজায় বসেন তারই ভাতিজা তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি, তিনিই যজ্ঞ করেন। দীর্ঘদিনের প্রথা মেনেই হয় কালী পূজা। এসময় তার পাশে ছিলেন মমতাও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার বাড়ির পূজা ফেসবুক লাইভ করেন।
প্রতিবারের মতো এবারও মায়ের জন্য খিচুরি ভোগ তৈরি করা, পূজার প্রস্তুতি সবকিছুই মমতা নিজেই তদারকি করেন। মুখ্যমন্ত্রীর বাড়ির পূজা বলে কথা! তাই সন্ধ্যার পর থেকেই অথিতির আগমন শুরু হয়। সন্ধ্যার পর পরই ‘নবনীড়’ বৃদ্ধাশ্রম থেকে বয়স্ক আবাসিকরা আসেন। তাদের সবাইকে মুখ্যমন্ত্রী নাড়ু বিতরণ করেন।
প্রশাসনিক, রাজনৈতিক অতিথিদের পাশাপাশি পরিবারের আত্মীয়রাও উপস্থিত ছিলেন ওই পূজাতে। মমতার বাড়ির পূজায় এসেছিলেন রাজ্যের গভর্নর জগদীপ ধানকার ও তার স্ত্রী সুদেশ ধনকার, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুর ও নগরায়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ রায় নির্মল মাজি, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর, পুরকায়স্থ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।
তবে এবারের পূজার সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা মুখ্যমন্ত্রী বাড়িতে গভর্নরের আগমন। সাম্প্রতিককালে কয়েকটি ঘটনায় গভর্নর এবং মুখ্যমন্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। এরইমধ্যে নিজের বাড়ির পূজায় উপস্থিত থাকার জন্য গভর্নরকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। গভর্নর সেই আমন্ত্রণ গ্রহণ করে এদিন তার বাড়িতে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর ঘরেই বেশ কিছুক্ষণ সময় কাটান। এরপর প্যান্ডেলের অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন গভর্নর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন