শিরোনাম
১১ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪০

সবুজায়ন ও দূষণমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে সাইকেল র‌্যালি

দীপক দেবনাথ, কলকাতা

সবুজায়ন ও দূষণমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে সাইকেল র‌্যালি

বিশ্বে দূষণ নিয়ে চিন্তার অবকাশ নেই পরিবেশবিদদের। যেভাবে ক্রমশ পরবিশেকে ধ্বংস করা হচ্ছে, ইট-কাঠ-পাথরের ভবন তৈরি করতে সবুজ পৃথিবী ধ্বংস করা হচ্ছে-তাতেই চিন্তার বাড়ছেই। আর সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে এল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসয়িশেন এবং মহারানী কাশীশ্বরী কলেজ। এদের যৌথ উদ্যোগে সবুজায়ন ও দূষণমুক্ত বিশ্ব গড়ার বার্তা নিয়ে ভারত-বাংলাদেশ সাইকেল র‌্যালির সূচনা হলো। বুধবার সকালে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে এই র‌্যালি শুরু হয়। বুধবার রাতে তারা ভারতের দিকে পেট্রাপোল সীমান্তে রাত্রিযাপন করবেন। পরদিন (বৃহস্পতিবার) সকালে তারা ভারত সীমান্ত অতিক্রম করবেন। এরপর বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে তা বাংলাদেশ প্রবেশ করে আগামী ১৬ ডিসেম্বর ঢাকার রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হবে। যাওয়ার পথেই বৃক্ষরোপনও করা হবে। এই র‌্যালিতে অংশ নিচ্ছে ১১ জন প্রতিনিধি। 

সয়াল বিশ্বাস আচার্য নামে এক অংশগ্রহণকারী শিক্ষার্থী জানান, ‘নতুন ধরনের অভিজ্ঞতা। খুবই ভাল লাগছে। দূষণমুক্ত বিশ্ব ও বিশ্ব সবুজায়নের লক্ষ্যেই আমাদের এই র‌্যালি, তাই আমাদের যাত্রাপথেও সকলকে সেই বার্তা দেবো।’ 

মহারাণী কাশীশ্বরী কলেজের ক্রিড়া শিক্ষক সুবিমল দেব জানান, ‘গোটা বিশ্ব যাতে দূষণমুক্ত থাকে সেই বার্তাই মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এছাড়াও বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতেও আমাদের এই আয়োজন।’  

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর