চীনে ছড়িয়ে পড়া 'করোনা’ ভাইরাস আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। এর আগে দিল্লি ও মুম্বাই বিমানবন্দরে এই সতর্কতা জারি করা হয়। খবর নিউজ এইটটিনের
এদিকে, চীন থেকে সূচনা হয়েছে রহস্যজনক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চীনের ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন করে আরও ৪৪০ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, করোনা ভাইরাস ধরা পড়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপানেও।
বিডি-প্রতিদিন/মাহবুব