১১ জুলাই, ২০২০ ১৫:০৮

মাস্ক-এর বানান নিয়ে কলকাতায় যত বিতর্ক

দীপক দেবনাথ, কলকাতা

মাস্ক-এর বানান নিয়ে কলকাতায় যত বিতর্ক

পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক ‘মাস্ক’র বানান বিভ্রাটকে কেন্দ্র করে। জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স যদি সত্যিই বেঁচে থাকতেন তবে লজ্জায় মুখ পেতেন-একথা হলফ করে বলা যায়।

কলকাতার কাছেই উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের মাইকেল নগরে অবস্থিত ‘ব্যাঙ্ক অব ইন্ডিয়া’ (বিওআই)-এর একটি শাখার বাইরে একটি নির্দেশিকা টাঙানো হয়েছে। যেখানে লেখা রয়েছে ‘মার্ক্স না পড়ে ব্যাঙ্কে প্রবেশ করবেন না।

এই নির্দেশিকার নিচেই লেখা রয়েছে ‘নির্দেশ অনুসারে বিওআই, মাইকেল নগর।’ আর তা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

প্রথম বিতর্কটি হল ‘মাস্ক’এর পরিবর্তে ব্যাবহার করা হয়েছে ‘মার্ক্স’ শব্দটি। দ্বিতীয় বিতর্ক ‘পড়া’ শব্দটিকে ঘিরে। ‘পড়া’ শব্দটি ব্যবহৃত হয় বই পড়ার ক্ষেত্রে।

সেক্ষেত্রে ব্যাঙ্কের ওই নির্দেশিকার অর্থ হল, কার্ল মার্ক্স-কে না পড়াশোনা করে ব্যাঙ্কে প্রবেশ করবেন না।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর