১৫ নভেম্বর, ২০২০ ১৮:৩৮

সৌমিত্রের মৃত্যুতে বাংলায় ট্যুইট করে মোদির শোকবার্তা

দীপক দেবনাথ, কলকাতা

সৌমিত্রের মৃত্যুতে বাংলায় ট্যুইট করে মোদির শোকবার্তা

বাংলা সংস্কৃতির কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বাংলায় ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন ‘শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগৎ, পশ্চিমবঙ্গসহ ভারতের সাংস্কৃতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।’  

এছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকড়, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গাঙ্গুলী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সারেন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি, অভিনেতা ও রাজনীতিবিদ শ্রত্রুঘ্ন সিনহা, সঙ্গীতশিল্পী অনুপম রায়- প্রত্যেকেই ট্যুইট করে এই বরণীয় শিল্পীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন। 

এদিকে সৌমিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাস। রবিবার বিকালে কলকাতার রবীন্দ্রসদনে তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান উপদূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো: মোফাকখারুল ইকবাল। এসময় বাবার মরদেহের পাশেই দাঁড়িয়ে থাকা সৌমিত্রের কন্যা পৌলমী বসুর সাথে সাক্ষাত করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান মো: ইকবাল।

এদিন দুপুর ১২.১৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (বেলভিউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘ফেলুদা’। এরপর হাসপাতাল থেকে গল্ফগ্রীনের বাড়ি হয়ে টেকনিশিয়ান স্টুডিও এবং সেখান থেকে রবীন্দ্রসদন। সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে  প্রারয় দুই ঘণ্টা শায়িত রাখা হয় সৌমিত্রকে। এসময় তাকে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, দলের বিধায়ক সুজন চক্রবর্তী, অভিনেত্রী নুসরত জাহান, জুন মালিয়া সহ অসংখ্য মানুষ। 

ট্যুইট করে মমতা লেখেন ‘ফেলুদা আর নেই। অপু তাকে বিদায় জানালেন। বিদায় সৌমিত্র দা। তিনি জীবন্ত কিংবদন্তী ছিলেন। আন্তর্জাতিক, ভারতীয় ও বাংলা সিনেমা এক বিশাল ব্যক্তিত্বকে হারালো। আমরা তাঁর অভাব গভীরভাবে অনুভব করবো। বাংলার চলচ্চিত্র জগৎ অনাথ হয়ে গেল।’ 

ট্যুইট করে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী লেখেন ‘আপনি অনেক কিছু করেছেন। এবার আপনি শান্তিতে বিশ্রাম নিতে পারেন।’ সেইসাথে দাদাগিরি সেটে উপস্থিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি পুরাতন ছবিও পোস্ট করেন সৌরভ। 

আবেগঘন পোস্ট করে অনুপম রায় লেখেন ‘শুধু আমার বুকের ভেতর মৃত নদীর মতো শীতে, তুমি আমার থেকে দূরে হেঁটে চলে গেছ রোজ, ওভাবে কেন ডাকো আমাকে?’

 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর