বিজেপিকে টার্গেট করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আগে দিল্লী সামলা, তারপরে দেখিস বাংলা। কোনোদিনও বাংলা তোমাদের হবে না।’
আজ বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে হাওড়া জেলার ডোমজুড়ে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন তিনি।
মমতা বলেন, ‘এটা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, দেশবন্ধুর বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, বীরসা মুন্ডার বাংলা, আম্বেদকরের বাংলা, গান্ধীজির বাংলা। এই বাংলা বিজেপি তোমরা পাবে না।’
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই। নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক’টা অভিযোগ হয়েছে? যারা নন্দীগ্রামে মুসলিমদের পাকিস্তানি বলেছিলেন, তাদের বিরুদ্ধে ক’টা অভিযোগ হয়েছে? ওদের লজ্জা করে না!’
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক