৯ এপ্রিল, ২০২১ ১৫:৫৭

বখাটেদের হাত থেকে তরুণীদের রক্ষা করতে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’

অনলাইন ডেস্ক

বখাটেদের হাত থেকে তরুণীদের রক্ষা করতে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’

যোগী আদিত্যনাথ

বখাটেদের হাত থেকে স্কুল-কলেজ পড়ুয়া তরুণীদের রক্ষা করতে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় গেলে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’ গড়ে তোলা হবে।  ইভটিজিং ঠেকাতে স্কুল-কলেজের সামনে টহল দেবে এই বিশেষ বাহিনী। 

বৃহস্পতিবার হুগলির চাঁপদানিতে এক নির্বাচনী সভায় এ ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

চাঁপদানির বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নিয়ে এদিন দলীয় ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন তিনি।

আদিত্যনাথ বলেন, স্কুলের বাইরে যেসব বখাটে ঘুরে বেড়ায়, তাদের ধরতে টহল দেবে অ্যান্টি-রোমিও স্কোয়াড।

২০১৭ সালে উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় এলে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’ গঠন করে তার সরকার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মেয়েদের উত্যক্তকারীদের ধরতে এই বাহিনী গঠন করা হয়।
তবে সমালোচকদের দাবি, মূলত মুসলিম যুবকদের হেনস্থা করতেই এই বিশেষ বাহিনী গঠন করেছিলেন আদিত্যনাথ।

পশ্চিমবঙ্গের নির্বাচনে কাশ্মীর নিয়ে বিজেপি সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি যা বলে, তাই করে।

হুগলির সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এদিন উত্তর প্রদেশের সঙ্গে বাংলার তুলনা করেন।

এদিন তিনি স্মরণ করিয়ে দেয় রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারি পরিবহণে নারীদের কোনো খরচ লাগবে না। পাশাপাশি মেয়েরা কেজি থেকে পিজি পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনা করতে পারবে।  বেকার যুবকদের জন্য চাকরির বন্দোবস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গে কেন্দ্রের টাকা তৃণমূলের গুণ্ডাদের হাতে তুলে দিয়েছেন দিদি (মমতা ব্যানার্জি)। দোসরা মে-র পরে বাংলার (পশ্চিমবঙ্গ) অবস্থার পরিবর্তন হবে বলেও দাবি করলেন যোগী আদিত্যনাথ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর