১০ এপ্রিল, ২০২১ ০৩:৪১

মানুষ এত বদলে যায় কী করে! মমতাকে কটাক্ষ অমিতের

অনলাইন ডেস্ক

মানুষ এত বদলে যায় কী করে! মমতাকে কটাক্ষ অমিতের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বদলে গেছেন। রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণের আগের দিন কলকাতায় এসে এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তার অভিযোগ, স্বার্থের জন্য বদলে গেছেন মমতা।

প্রথম দফার ভোটগ্রহণ থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব তৃণমূল। প্রায় প্রতিটি জনসভা থেকেই মমতা এ নিয়ে আক্রমণ করে কথা বলছেন। নন্দীগ্রামে ভোটের দিনেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এরপরে গত মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করে মমতা টুইটারে লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার চলছেই। উর্দি পরা বাহিনীকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রকাশ্যে তৃণমূল প্রার্থীদের ভয় দেখতে কিংবা মানুষকে একটি দলে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করতে। আমরা বারবার এই সব ঘটনা তুলে ধরলেও নির্বাচন কমিশন নীরব দর্শক।’

এছাড়া সম্প্রতি উত্তরবঙ্গের একটি প্রচার সভা থেকে মমতা বলেন, ‘সিআরপিএফ যদি গণ্ডগোল করে, মেয়েদের একটা দল মিলে ওদের ঘেরাও করে রাখবেন। আর একটা দল ভোট দিতে যাবেন। শুধু ঘেরাও করে রাখলে ভোট দেওয়া হবে না। তাই ভোট নষ্ট করবেন না। পাঁচজন ঘেরাও করবেন। পাঁচজন ভোট দেবেন।’

শুক্রবার সেই প্রসঙ্গে টেনে কলকাতায় সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ‘এই মমতা দিদিই অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলতেন। সংসদেও সরব হয়েছেন।’

এর পরেই কিছুটা আক্ষেপের সুরে তার সংযোজন, ‘মানুষ কী করে এত বদলে যায়, আমি তো ভাবতেই পারি না!’ অতীতে মমতা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চাইতেন বলেও শুক্রবার উল্লেখ করেন অমিত।

তিনি বলেন, ‘এই মমতা দিদি একটা সময় নির্বাচনে রিগিং রুখতে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলতেন।’ এরপরেই তার আক্রমণ, ‘স্বার্থের জন্য মানুষ বদলে যায়।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর