আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছে বিকল্প ধারা বাংলাদেশ। গতকাল রাতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেন বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী। রাত সোয়া ৯টা থেকে টানা দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেরিয়ে এসে দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক বি. চৌধুরী অসুস্থ হলে খালেদা জিয়া তার বারিধারার বাসায় দেখতে যান। বিকল্পধারা গঠনের দীর্ঘদিন পর এই প্রথম খালেদা জিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসলেন সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী। বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিকল্পধারা মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা মনে করি, আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। তারা খালেদা জিয়াকে অনুরোধ করেছেন আলোচনায় বসতে সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য। এ প্রস্তাবের বিষয়ে খালেদা জিয়া কী বলেছেন? তা জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সংলাপের প্রস্তাব দেবেন। ইতোমধ্যেই রাজবাড়ীর জনসভায় সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন।
পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে দুই দলই একমত হয়েছে। জাতীয় ঐক্য গড়ে তুলতে ভবিষ্যতে এ দুই দল একসঙ্গে কাজ করবে। সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সম্প্রতি রাজবাড়ীর জনসভায় খালেদা জিয়া সরকারকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। আমরা অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন চাই। এ সরকার যে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, এ ব্যাপারে আমরা দুই দল একমত হয়েছি।
শিরোনাম
- ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের
- কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান টুন্ডা বাবু গ্রেফতার
- বৈদেশিক মুদ্রা জামানত রেখে টাকায় ঋণ নেওয়ার সুযোগ
- পবিত্র আশুরা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি
- পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
- পরিবেশ রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে বাংলাদেশ
- সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার মৃত্যু
- যেসব ফোনে চলবে না গুগল ক্রোম
- শাবিপ্রবির ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
- স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেয়ে পরকীয়ায় জড়ালেন স্বামী!
- নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয় : ফখরুল
- টানা তিন দিন বন্ধ পুঁজিবাজার
- অফলাইনে যেভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপ
- সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
- পটুয়াখালী বিএনপির সভাপতি স্নেহাংশু, সম্পাদক টোটন
- অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি: হংকংকে হারিয়ে দারুন শুরু বাংলাদেশের
- জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির
- নেইমারের সই করা বল চুরি করে ১৭ বছরের জেল!
- মুরাদনগরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক
সরকারকে আলোচনার প্রস্তাব দিন : বি. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর