চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার ছাত্রলীগ কর্মীদের মধ্যে আঞ্চলিকতা ভর করে। ফলে দুই উপজেলার কর্মীদের তর্ক বিতর্ক চরম পর্যায়ে ঠেকে। এক পর্যায়ে লোহাগাড়া উপজেলার ছাত্রলীগ কর্মী তৌকিরকে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সাতকানিয়া উপজেলার কর্মীরা। আঞ্চলিকতার বিতর্কের বলি হলেন ছাত্রলীগ কর্মী তৌকির। উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
এ ঘটনায় আহত তিনজনের মধ্যে মোর্শেদুল আলম নিবিল (২২) ও ডলুকূলের মাইশা হোসেন রিসন (১৯) প্রায় সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরেছেন গত রাতে। তবে শাহেদ হোসেন (১৯) এখনো পুরোপুরি সুস্থ হয়নি বলে জানা যায়।
দলীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলায় নিহত তৌকির কোনো অন্তর্কোন্দলে জড়িত ছিলেন না। তবে ঘটনার পর নানাভাবে বিভক্তির বিষয়টিও সামনে আসে। আলোচনায় আসে অন্তর্কোন্দল। তৌকিরের পরিবারও বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। উপরন্তু উপজেলা ছাত্রলীগও দলীয় বিভক্তি আছে বলে জানায়।
তৌকিরের খালাত ভাই মো. কামাল উদ্দিন বলেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগে দলীয় বিভক্তি আছে। কিন্তু তৌকির কোনো বিভক্তির রাজনীতির মধ্যে ছিল না, কোন্দলেও নিজকে জড়াত না। তারপরও আমরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিকভাবে এখনো মামলা করিনি। তবে এ ব্যাপারে সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা আছে।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন বলেন, উপজেলা ছাত্রলীগের মধ্যে তৌকির অনেক প্রিয় একজন সহকর্মী ছিল। কোনো কোন্দলে জড়িত ছিল না। দলের মধ্যে বিভক্তি আছে, কিন্তু এ বিভক্তির জন্য সে কেন বলি হবে তা আমারও বুঝে আসে না।
প্রসঙ্গত, ৩১ আগস্ট ঢাকায় ছাত্রলীগের ছাত্রসমাবেশ থেকে ফেরার পথে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী তৌকির ইসলামকে (১৯) ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ ওঠেছে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
আঞ্চলিকতার বিতর্কের বলি ছাত্রলীগ কর্মী তৌকির!
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর