চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার ছাত্রলীগ কর্মীদের মধ্যে আঞ্চলিকতা ভর করে। ফলে দুই উপজেলার কর্মীদের তর্ক বিতর্ক চরম পর্যায়ে ঠেকে। এক পর্যায়ে লোহাগাড়া উপজেলার ছাত্রলীগ কর্মী তৌকিরকে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সাতকানিয়া উপজেলার কর্মীরা। আঞ্চলিকতার বিতর্কের বলি হলেন ছাত্রলীগ কর্মী তৌকির। উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
এ ঘটনায় আহত তিনজনের মধ্যে মোর্শেদুল আলম নিবিল (২২) ও ডলুকূলের মাইশা হোসেন রিসন (১৯) প্রায় সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরেছেন গত রাতে। তবে শাহেদ হোসেন (১৯) এখনো পুরোপুরি সুস্থ হয়নি বলে জানা যায়।
দলীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলায় নিহত তৌকির কোনো অন্তর্কোন্দলে জড়িত ছিলেন না। তবে ঘটনার পর নানাভাবে বিভক্তির বিষয়টিও সামনে আসে। আলোচনায় আসে অন্তর্কোন্দল। তৌকিরের পরিবারও বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। উপরন্তু উপজেলা ছাত্রলীগও দলীয় বিভক্তি আছে বলে জানায়।
তৌকিরের খালাত ভাই মো. কামাল উদ্দিন বলেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগে দলীয় বিভক্তি আছে। কিন্তু তৌকির কোনো বিভক্তির রাজনীতির মধ্যে ছিল না, কোন্দলেও নিজকে জড়াত না। তারপরও আমরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিকভাবে এখনো মামলা করিনি। তবে এ ব্যাপারে সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা আছে।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন বলেন, উপজেলা ছাত্রলীগের মধ্যে তৌকির অনেক প্রিয় একজন সহকর্মী ছিল। কোনো কোন্দলে জড়িত ছিল না। দলের মধ্যে বিভক্তি আছে, কিন্তু এ বিভক্তির জন্য সে কেন বলি হবে তা আমারও বুঝে আসে না।
প্রসঙ্গত, ৩১ আগস্ট ঢাকায় ছাত্রলীগের ছাত্রসমাবেশ থেকে ফেরার পথে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী তৌকির ইসলামকে (১৯) ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ ওঠেছে।
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
আঞ্চলিকতার বিতর্কের বলি ছাত্রলীগ কর্মী তৌকির!
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর