চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার ছাত্রলীগ কর্মীদের মধ্যে আঞ্চলিকতা ভর করে। ফলে দুই উপজেলার কর্মীদের তর্ক বিতর্ক চরম পর্যায়ে ঠেকে। এক পর্যায়ে লোহাগাড়া উপজেলার ছাত্রলীগ কর্মী তৌকিরকে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সাতকানিয়া উপজেলার কর্মীরা। আঞ্চলিকতার বিতর্কের বলি হলেন ছাত্রলীগ কর্মী তৌকির। উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
এ ঘটনায় আহত তিনজনের মধ্যে মোর্শেদুল আলম নিবিল (২২) ও ডলুকূলের মাইশা হোসেন রিসন (১৯) প্রায় সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরেছেন গত রাতে। তবে শাহেদ হোসেন (১৯) এখনো পুরোপুরি সুস্থ হয়নি বলে জানা যায়।
দলীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলায় নিহত তৌকির কোনো অন্তর্কোন্দলে জড়িত ছিলেন না। তবে ঘটনার পর নানাভাবে বিভক্তির বিষয়টিও সামনে আসে। আলোচনায় আসে অন্তর্কোন্দল। তৌকিরের পরিবারও বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। উপরন্তু উপজেলা ছাত্রলীগও দলীয় বিভক্তি আছে বলে জানায়।
তৌকিরের খালাত ভাই মো. কামাল উদ্দিন বলেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগে দলীয় বিভক্তি আছে। কিন্তু তৌকির কোনো বিভক্তির রাজনীতির মধ্যে ছিল না, কোন্দলেও নিজকে জড়াত না। তারপরও আমরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিকভাবে এখনো মামলা করিনি। তবে এ ব্যাপারে সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা আছে।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন বলেন, উপজেলা ছাত্রলীগের মধ্যে তৌকির অনেক প্রিয় একজন সহকর্মী ছিল। কোনো কোন্দলে জড়িত ছিল না। দলের মধ্যে বিভক্তি আছে, কিন্তু এ বিভক্তির জন্য সে কেন বলি হবে তা আমারও বুঝে আসে না।
প্রসঙ্গত, ৩১ আগস্ট ঢাকায় ছাত্রলীগের ছাত্রসমাবেশ থেকে ফেরার পথে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী তৌকির ইসলামকে (১৯) ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ ওঠেছে।
শিরোনাম
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
আঞ্চলিকতার বিতর্কের বলি ছাত্রলীগ কর্মী তৌকির!
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর