পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ দেবনাথ স্মার্ট হুইল চেয়ার আবিষ্কার করেছেন। ‘অ্যানড্রয়েড ফোন কন্ট্রোল স্মার্ট হুইল চেয়ার ফর ডিজেবিলিটিস’ প্রজেক্টের আওতায় উদ্ভাবিত স্মার্ট হুইল চেয়ারটি শারীরিক প্রতিবন্ধী এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জীবন পাল্টে দেবে। দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবন মেলায় তরুণের উদ্ভাবন প্রথম স্থান অর্জন করেছে। ‘ইন্টারন্যাশনাল রোবটস গট ফ্রিডম’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘অ্যানড্রয়েড ফোন কন্ট্রোল স্মার্ট হুইল চেয়ার ফর ডিজেবিলিটিস’ প্রজেক্টটির এই হুইল চেয়ারটি মূলত শারীরিক প্রতিবন্ধী এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জন্য। যা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই পরিচালনা করা যাবে। চেয়ারে বসে থাকা অবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে তার পরিবারের কাছে একটি বার্তা পৌঁছে যাবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তরুণ দেবনাথ বলেন, এই ধরনের চেয়ার বিদেশ থেকে আমদানি করতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়। আমাদের খরচ হয়েছে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই প্রজেক্টটি দেশের সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসা সম্ভব। প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক আ ফ ম জয়নুল আবেদীন।এদিকে ব্যতিক্রমধর্মী উদ্ভাবনীর জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আল নকীব চৌধুরী উদ্ভাবককে শুভেচ্ছা জানিয়েছেন।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
উদ্ভাবন
প্রতিবন্ধীদের জীবন পাল্টে দেবে স্মার্ট হুইল চেয়ার
এস এ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর