পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ দেবনাথ স্মার্ট হুইল চেয়ার আবিষ্কার করেছেন। ‘অ্যানড্রয়েড ফোন কন্ট্রোল স্মার্ট হুইল চেয়ার ফর ডিজেবিলিটিস’ প্রজেক্টের আওতায় উদ্ভাবিত স্মার্ট হুইল চেয়ারটি শারীরিক প্রতিবন্ধী এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জীবন পাল্টে দেবে। দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবন মেলায় তরুণের উদ্ভাবন প্রথম স্থান অর্জন করেছে। ‘ইন্টারন্যাশনাল রোবটস গট ফ্রিডম’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘অ্যানড্রয়েড ফোন কন্ট্রোল স্মার্ট হুইল চেয়ার ফর ডিজেবিলিটিস’ প্রজেক্টটির এই হুইল চেয়ারটি মূলত শারীরিক প্রতিবন্ধী এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জন্য। যা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই পরিচালনা করা যাবে। চেয়ারে বসে থাকা অবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে তার পরিবারের কাছে একটি বার্তা পৌঁছে যাবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তরুণ দেবনাথ বলেন, এই ধরনের চেয়ার বিদেশ থেকে আমদানি করতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়। আমাদের খরচ হয়েছে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই প্রজেক্টটি দেশের সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসা সম্ভব। প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক আ ফ ম জয়নুল আবেদীন।এদিকে ব্যতিক্রমধর্মী উদ্ভাবনীর জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আল নকীব চৌধুরী উদ্ভাবককে শুভেচ্ছা জানিয়েছেন।
শিরোনাম
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
উদ্ভাবন
প্রতিবন্ধীদের জীবন পাল্টে দেবে স্মার্ট হুইল চেয়ার
এস এ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর