সারা দেশে ১ হাজার ৭৫২ কিলোমিটার জাতীয় মহাসড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে। প্রতিটি সড়কেই থাকবে ধীরগতির যানবাহন চলাচলের জন্য পৃথক দুটি লেনও। ইতিমধ্যে এসব সড়কের সম্ভাব্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ শেষ হয়েছে। প্রথম ধাপে আগামী মাসেই শুরু হবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনে উন্নীত করার কাজ। এরপর পর্যায়ক্রমে বাকি সড়কগুলোর কাজও সম্পন্ন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় মহাসড়কে দুর্ঘটনা কমাতে এবং যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে দেশের প্রায় ৩ হাজার ৫৭০ কিলোমিটার সড়কের মধ্যে ১ হাজার ৭৫২ কিলোমিটার সড়ককে পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং অন্যান্য দাতা সংস্থা ও সরকারের নিজস্ব অর্থায়নে এ ১ হাজার ৭৫২ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। ইতিমধ্যে গত ৩০ জুনের আগেই এ পরিমাণ সড়ককে চার লেনে উন্নীত করার জন্য সম্ভাব্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজও সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ পুরোটাই করা হয়েছে এডিবির অর্থায়নে। সূত্র জানায়, আগামী কয়েক বছরে জয়দেবপুর থেকে এলেঙ্গা, ঢাকা-সিলেট মহাসড়কের ২২৬ কিলোমিটার, সিলেট-তামাবিল স্থলবন্দর সড়ক, দৌলতদিয়া-মাগুরা-ঝিনাইদহ-যশোর-খুলনা-মংলা পর্যন্ত ২১২ কিলোমিটার মহাসড়ক, হাটিকুমরুল-রংপুর-বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ১৫৭ কিলোমিটার মহাসড়ক এবং টেকেরহাট-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ ছাড়া নোয়াখালীর সোনাপুর-সোনাগাজী-জোড়াগঞ্জ সড়ক আপগ্রেডেশনের কাজও সম্পন্ন করা হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম ধাপে আগামী মাসেই জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এডিবির অর্থায়নে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার কোটি টাকা। এর পুরোটাই দেবে এডিবি। ২০১৭ সালে শুরু হবে হাটিকুমরুল-রংপুর-বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ১৫৭ কিলোমিটর মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ। এ প্রকল্পেও অর্থায়নের বিষয়ে এডিবির সঙ্গে সরকারের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। ঢাকা-সিলেট মহাসড়কের ২২৬ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে ২০১৮ সালে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন (এসএএসইসি) রোড কানেকটিভিটি প্রকল্পের আওতায় এ মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। ইতিমধ্যে এ সড়কের সম্ভাব্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এ সড়কেও ধীরগতির যানবাহন চলাচলের জন্য দুই পাশে পৃথক লেন রাখা হবে। এ সড়কটিও চার লেনে উন্নীত করা হবে এডিবির অর্থায়নে। বিষয়টি এডিবি ও সরকারের মধ্যে সমঝোতা পর্যায়ে রয়েছে। দৌলতদিয়া-মাগুরা-ঝিনাইদহ-যশোর-খুলনা-মংলা মহাসড়কের ২২২ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার জন্য ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই ও পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ শেষ হয়েছে। এডিবির অর্থায়নে এ কাজ শেষ হলেও এ মহাসড়ককে চার লেনে উন্নীত করার জন্য অর্থায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কাদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থায়ন নিশ্চিত করা গেলেই যে কোনো সময় কাজ শুরু হবে। এ মহাসড়কগুলো ছাড়া সরকার এডিবির রেজাল্ট বেইজড ল্যান্ডিং (আরবিএল) প্রোগ্রামের আওতায় সিলেট-তামাবিল মহাসড়ক এবং টেকেরহাট-কুয়াকাটা মহাসড়ককে চার লেনে উন্নীত করা এবং সোনাপুর-সোনাগাজী-জোড়াগঞ্জ সড়কের আপগ্রেডেশনের কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ম্যানিলায় এডিবির প্রেসিডেন্ট তাকিহিকু নেকাওয়ের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সিলেট-তামাবিল সড়ককে চার লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন। এডিবি প্রেসিডেন্ট মন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। সড়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবটি এডিবির কাছে পাঠানো হবে। প্রসঙ্গত, বর্তমানে অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ শেষ পর্যায়ে।
শিরোনাম
- জবি ছাত্রদল নেতা হত্যায় তিন আসামি গ্রেফতার
- গাজা-ইউক্রেন যুদ্ধের ব্যয় টানতে টানতে নাজেহাল মার্কিনিরা: কংগ্রেসওম্যান
- জবি ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনে জর্জ-আলমগীর প্যানেলের জয়
- ২০২৮ সালের মধ্যে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত ইউরোপীয় জোটের
- আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষক
- শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- গাজায় যুদ্ধবিরতি এখনো ‘বহাল আছে’ : ট্রাম্প
- রেলপথে নতুন উদ্যোগ সৌদির, চার ঘণ্টায় যাবে ১৫০০ কিমি
- উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার মানোন্নয়ন অপরিহার্য
- বিচ্ছেদ নিয়ে যা বললেন সামান্থা
- ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি নারী
- সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
- আরও ১৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জার্মানি
- বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ভিডিও সরাল টিকটক
- বিমানবন্দরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম শুরু
- জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৮ বছরের ছাত্রীকে হত্যা, দক্ষিণ কোরিয়ার শিক্ষিকার আজীবন কারাদণ্ড
- কেন ডুরান্ড লাইন অস্বীকার করছে আফগানিস্তান?
- রাজধানী পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪
চার লেন হচ্ছে ১৭৫২ কিমি সড়ক
আগামী মাসেই কাজ শুরু জয়দেবপুর এলেঙ্গা মহাসড়কের
নিজামুল হক বিপুল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর