বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ থেকে ২টি উচ্চ ফলনশীল নতুন ধান উদ্ভাবন করা হয়েছে। ব্রি হবিগঞ্জ নাগুড়া কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান ড. এ এস এম মাসুদুজ্জামানের নেতৃত্বে এক দল বিজ্ঞানী ৭ বছর প্রচেষ্টা চালিয়ে এ নতুন জাতের ধান ২টি উদ্ভাবন করেন। এর একটি আমন মৌসুমের জন্য। অন্যটি জলি ধানের- যা হাওর এলাকায় গভীর পানির মধ্যে বেঁচে থাকার উপযোগী। ব্রি আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জ থেকে অতি উচ্চ ফলনশীল বিআর ৯৩৯২-৬-২-১বি একটি কৌলিক সারিটি উদ্ভাবন করা হয়েছে। সারিটির উদ্ভাবক ড. মাসুদুজ্জামান জানান-এই সারিটি আমন মৌসুমের বিআর ১১ এর চেয়ে উন্নত। নতুন এ ধানের সারিটির প্রতি গোছায় কার্যকরী কুশির সংখ্যা ১৩-১৪টি এবং প্রতি ছড়ায় পুষ্ট ধানের সংখ্যা ২৫০-৩০০টি হয়ে থাকে। প্রতিটি ছড়াতে ধানের সংখ্যা প্রচলিত জাতের তুলনায় প্রায় দ্বিগুণ। জাতটি অবমুক্ত করা হলে আমন মৌসুমে ধানের উৎপাদন আরও বেশি হবে বলে আশা করা যায়। অন্যদিকে, হাওড় এলাকায় বর্ষা মৌসুমে জলি আমন ধানের প্রায় ১.৫ মিলিয়ন হেক্টর জমি পতিত থাকে। অপেক্ষাকৃত কম উচ্চতার আমন ধানের জাতগুলো নিচু হাওড় এলাকায় চাষাবাদের উপযোগী নয়। হাওড় এলাকার উপযোগী জলি আমন ধানের কৌলিক সারিটি হচ্ছে-বিআর৯৮৯২-৬-২-২বি। কৌলিক সারিটির মধ্যে আধুনিক ধানের সব বৈশিষ্ট্য বিদ্যমান-পাতা গাঢ় সবুজ ও খাড়া-গাছের উচ্চতা ১.৭ মিটার। তাই অধিক উচ্চতায় এই সারিটি জলি আমন মৌসুমে গভীর পানির মধ্যে টিকে থাকে এবং হেক্টর প্রতি প্রায় ৫ টন ফলন দিতে সক্ষম। এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে- এই সারিটির কাণ্ড ও গোড়া শক্ত, ফলে গাছ লম্বা হলেও প্রবল বাতাসে অন্যান্য স্থানীয় জাতের ন্যায় এটি হেলে পড়ে না।
শিরোনাম
- বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফিরছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি
- সুনামগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফার সমর্থনে মহিলা দলের প্রচার মিছিল
- যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ ফেল
- টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, ক্ষুব্ধ জনতার আগুন
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর
- রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের
- ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যাস্পদ হবেন : ফারুক
- চার দফা দাবিতে মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন
- এইচএসসিতে কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা
- আজ বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ
- নারীবান্ধব বিচারবিভাগ প্রতিষ্ঠায় কাঠামোগত প্রতিবন্ধকতা বিদ্যমান : প্রধান বিচারপতি
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা
- রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
কৃষি সংবাদ
উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন
চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর