চট্টগ্রামের অভিজাত বিপণি মিমি সুপার মার্কেটে একটি লেহেঙ্গার একদাম লেখা ৩৫ হাজার ৫০০ টাকা। এটির কেনা দাম ১৫ হাজার ৯০০ টাকা। অর্থ্যাৎ এক পোশাকেই মোট লাভ ১৯ হাজার ৬০০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ ও অতিমুনাফার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয় দোকানদারকে। নগরীর চিটাগাং শপিং কমপ্লেক্সের ফিক্সড প্রাইজের (একদাম) কাপড়ের দোকান জিনিমিনি। এখানে ৪ হাজার ৭৫০ টাকায় কেনা একটি লেহেঙ্গা বিক্রি হচ্ছে ৯ হাজার ৮৫০, ৫ হাজার ১০০ টাকার থ্রি পিস বিক্রি হচ্ছে ১২ হাজার ৫০০ টাকায়। একই মার্কেটের নাদিয়া এম্পোরিয়ামকেও দ্বিগুণ-তিনগুণ লাভে পোশাক বিক্রি করতে দেখেন ভ্রাম্যমাণ আদালত। দুই দোকানেই ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সব পোশাকের ফিক্সড প্রাইস ট্যাগ ছিঁড়ে ফেলে। কিন্তু দোকানদার কেনার মেমো দেখাতে ব্যর্থ হয়। দুই দোকানকে অতিমূল্যে বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এভাবে চট্টগ্রামের অভিজাত মার্কেটগুলোতে ফিক্সড প্রাইজের নামে চলছে প্রতারণার উৎসব। একদাম মূল্য লিখে রেখে এক পোশাকেই ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত লাভ করা হচ্ছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে এ সব তথ্য বের হয়ে আসে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, অভিজাত মার্কেটের ব্যবসায়ীরা পোশাক নিয়ে যে আকাশচুম্বি লাভ করেন তা অভিযানে না গেলে বিশ্বাসই করা যেত না। বুধবার সব মার্কেটের দোকানদারদের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য বলা হয়েছিল। কিন্তু অনেকে তা করেননি। তাই অভিযানে যারা ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম রাখছেন এবং কাগজপত্র দেখাতে পারছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মার্কেটে অভিযান পরিচালনা করে আসছে। তারপরও ব্যবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি লাভে কাপড় বিক্রি করছে। এটি একটি লজ্জাজনক বিষয়। তবে এর জন্য প্রয়োজন মানসিকতা পরিবর্তন ও নৈতিকতাবোধ। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছোলা, চিনি, তেলসহ রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পর জেলা প্রশাসন কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ অভিযান শুরু করেন। বুধবার প্রথম অভিযান পরিচালনা করেন টেরিবাজারে। সেখানে কাপড়ের ক্রয়মূল্য ও বিক্রি মূল্যে ব্যাপক তারতম্য পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথমবারের মতো সতর্ক করে দেন। পরদিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক মার্কেটে ক্রয় মূল্যের রশিদ সংরক্ষণ করা, সব বিক্রিতে ক্রেতাদের রশিদ দেওয়া, ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করা ও মার্কেটে অভিযোগ বক্স রাখার নির্দেশনা দেন। কিন্তু সতর্কতা ও নির্দেশনার পরও অনেক ব্যবসায়ী আগের মতোই চড়া ও গলাকাটা দামে কাপড় বিক্রি করে আসছেন বলে অভিযোগ উঠেছে। অভিযানের প্রথম দিনে টেরিবাজারের স্টার প্লাসকে সতর্ক করা হয়েছিল। কিন্তু রবিবারের অভিযানে সেই একই দোকানে আবারও ৫ হাজার ৩৭০ টাকা ক্রয়মূল্যের লেহেঙ্গা বিক্রি করে ১১ হাজার ৮৬০ টাকায়।
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
এক দামের আড়ালে প্রতারণা
১৯ হাজার টাকা লাভ এক পোশাকেই
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর