দুর্ভোগের শেষ নেই মগবাজার-মৌচাক এলাকায়। রোদ হলে ধুলায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। আর বৃষ্টি হলে হাঁটুপানিতে তলিয়ে যায় সব রাস্তা। সড়কজুড়ে খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই ভেসে যায় রাস্তার এপাশ-ওপাশ। মালিবাগ থেকে মৌচাক রাস্তার কিছু অংশে নতুন করে ঢালাই দেওয়া হলেও বাকি অংশে ঢালাইয়ের কাজ আটকে আছে। ফুটপাতের বালাই নেই রাস্তার ডানে-বাঁয়ে। নির্মাণাধীন ফ্লাইওভারের নির্মাণসামগ্রী ফেলে যত্রতত্র সৃষ্টি করা হয়েছে প্রতিবন্ধকতা। এর সঙ্গে হরহামেশা যুক্ত হচ্ছে রিকশার জট। ফলে মগবাজার-মৌচাক এলাকা এখন অনেকটাই পরিত্যক্ত। জরুরি কোনো প্রয়োজন ছাড়া কেউই যেতে চান না ওই পথে। এদিকে এ ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশ গত মার্চে খুলে দেওয়া হয়েছে। ইস্কাটন থেকে মৌচাক অংশ আগামী আগস্টে খুলে দেওয়া হবে। আর বাকি অংশের কাজ নির্দিষ্ট সময় ডিসেম্বরে শেষ করতে পারবে না নির্মাতা প্রতিষ্ঠান। দফায় দফায় প্রকল্প ব্যয় বৃদ্ধি আর সময়সীমা বাড়ানোয় ওই এলাকার দুর্ভোগ বেড়েছে অনেক গুণ। আগামী মার্চের আগে প্রকল্পের বাকি কাজ সমাপ্ত হবে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক নাজমুল আলম। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন পর্যন্ত প্রকল্পের কাজ হয়েছে ৭০ শতাংশ। পুরো কাজ শেষ হতে মার্চ পর্যন্ত সময় লেগে যাবে। এ ছাড়া রয়েছে জায়গার সংকট। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতার অভাবে কাঙ্ক্ষিত গতিতে প্রকল্পের কাজ এগোচ্ছে না বলে জানান তিনি। প্রকল্প এলাকায় শুধু যে পথচারীদেরই কষ্ট, তা নয়। এ এলাকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ। রয়েছে একাধিক হাসপাতাল। ফলে হাসপাতালে যেতে চিকিৎসক-রোগী, রোগীর অভিভাবক কিংবা স্কুল-কলেজে যেতে শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকরা নিত্য দুর্ভোগ পোহালেও দেখার কেউ নেই। বৃষ্টি হলে এ দুর্ভোগ বেড়ে যায় অনেক গুণ। অতিরিক্ত দুর্ভোগ এড়াতে সদরঘাট থেকে মৌচাক হয়ে টঙ্গীগামী এবং সায়েদাবাদ থেকে মগবাজার হয়ে মিরপুরগামী একাধিক বাস তাদের রুটই পরিবর্তন করে ফেলেছে। এর মধ্যে রয়েছে লাব্বাইক পরিবহন, আয়াত পরিবহন ও সুপ্রভাত পরিবহন। জানা গেছে, এ প্রকল্পের ইস্কাটন বা বাংলামোটর-মৌচাক অংশের কাজ চলতি মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এখনো প্রায় ২০ ভাগ কাজ বাকি রয়েছে এ অংশের। ফলে আগস্টের আগে শেষ হচ্ছে না এ অংশের কাজ। আর রামপুরা-মৌচাক হয়ে শান্তিনগর ও রাজারবাগ অংশ ডিসেম্বরে চালু হওয়ার কথা রয়েছে। কিন্তু এ অংশের কাজ এখনো ৭০ ভাগের কম শেষ হয়েছে। বর্তমানে বর্ষা মৌসুম চলায় নির্মাণকাজ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি। ফলে খোদ স্থানীয় সরকার বিভাগ বলছে, এ প্রকল্পের কাজ শতভাগ শেষ করতে ২০১৭ সালের প্রথমার্ধ পর্যন্ত লেগে যেতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অবশ্য স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগকে জানিয়েছে, আগামী বছরের জুনের আগে শেষ করা সম্ভব হবে না কাজ। তবে সরকারের পরিকল্পনা ছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করা। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকেও সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এটা না হয় তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প ব্যয়ও আরেক দফা বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০০৪ সালে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। ২০১১ সালে সেটি বেড়ে দাঁড়ায় ৭৭২ কোটি ৭৭ লাখ টাকা। তৃতীয় ধাপে খরচ ধরা হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকা। সময়ের সঙ্গে সঙ্গে নির্মাণ ব্যয়ও বাড়ছে। আবার সময়সীমা মার্চ পর্যন্ত বাড়ানো হলে ব্যয়ও আরেক দফা বাড়বে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তিনটি অংশে বিভক্ত এই উড়ালসড়কের তেজগাঁও-হলি ফ্যামিলি পর্যন্ত ২ দশমিক ১০৫ কিলোমিটারের কাজ পায় নাভানা-সিমপ্লেক্স। ২৬ মার্চ এ অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হলেও এফডিসি অংশের কাজ বাকি আছে। প্রথম নকশায় এফডিসির সামনের রেললাইনের আগে শেষ করার কথা ছিল। পরে এটি সোনারগাঁও পর্যন্ত বাড়ানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, ‘আমাদের নীতিনির্ধারকরা ভেবে কাজ করেন না। করে ভাবেন এবং জনগণের দুর্ভোগ বাড়ান।’ দ্বিতীয় অংশে রয়েছে ইস্কাটন থেকে মগবাজার হয়ে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত। চীনা প্রতিষ্ঠান এমসিসি-এসইএল ইউডিসি এই অংশের কাজ পেলেও তাদের হয়ে বাস্তবায়ন করছে তমা কনস্ট্রাকশন। তৃতীয় অংশ শান্তিনগর-মৌচাক-মালিবাগ চৌধুরীপাড়ার কার্যাদেশ পেয়েছে এমসিসি ও তমা কনস্ট্রাকশন যৌথভাবে। গতকাল মৌচাক-বাংলামোটর সড়ক ঘুরে দেখা গেছে, সর্বত্র জঞ্জাল আর বিশৃঙ্খলা। উড়ালসড়কের পিলার নির্মাণের কাজ শেষ হলেও রাস্তায় পড়ে আছে নির্মাণসামগ্রী। এর মধ্যেই তৈরি হচ্ছে বিশাল বিশাল স্লাব। কোথাও রাস্তার এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কোথাও দুই পাশে সরু গলির মতো জায়গা রাখা হয়েছে। রিকশা গেলেও বাস যেতে পারে না। ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় পথচারী ও যাত্রীদের। এমন জঞ্জালের মধ্যেই চলছে, বাস-মিনিবাস-অটো, রিকশা, ভ্যানসহ নানা বাহন। সবচেয়ে বেশি ভোগান্তি আর ঝুঁকি পায়ে হাঁটা মানুষের। একদিকে নেই কোনো ফুটপাথ। অন্যদিকে হয় ধুলাবালি, নাহয় কাদা-পানি। ফলে পায়ে হেঁটে চলা মানুষের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।
শিরোনাম
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
দুর্ভোগের শেষ নেই মৌচাক সড়কে
কাজ শেষ হতে মার্চ পর্যন্ত সময় লেগে যাবে
মানিক মুনতাসির
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর