আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বাস করে উল্লেখ করে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে সবার কাছ থেকেই বিনিয়োগ পাচ্ছি। তাই ভারত, চীন ও জাপান, যার কাছ থেকে যখন যে বিনিয়োগ পাব, তার কাছ থেকে তা-ই নেব। গতকাল বাংলাদেশ প্রতিদিন-এর সঙ্গে আলাপকালে এফবিসিসিআইর সভাপতি আরও বলেন, বিশ্বে ভারসাম্য সব সময় পরিবর্তন হয়। ভারসাম্য কখনো স্থিতিশীল হয় না। এক দিন এক দেশ বড় হয়, আরেক দেশ পড়ে যায়। যেমন আগে ছিল তুর্কি। এখন নেই। এক সময়ে ইংল্যান্ড ছিল, এখন নেই। এক সময়ে রাশিয়াও ছিল। এমনিভাবে একেক দেশের ভারসাম্য একেকভাবে পরিবর্তন হয়। এখন ব্যবসাটা চলে এসেছে এশিয়াতে। এশিয়াতে যারা আছে যেমন— বাংলাদেশ, চীন ও ভারত। ব্যবসা এই দিকেই ঝুঁকছে। বিশ্বও এদিকেই ঝুঁকছে। বাণিজ্যে দক্ষিণ এশিয়ার গুরুত্বারোপ করে আবদুল মাতলুব আহমাদ বলেন, এখন আমাদের অঞ্চলের দিকে ভার বাড়ছে। আমাদের এই অঞ্চলের দিকে সবচেয়ে সফল বাংলাদেশ। কারণ, এক যুগ ধরে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি-জিডিপি ৬ শতাংশের ওপরে। এটা কোনো দেশই দেখাতে পারবে না। যার ফলে আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে সবার কাছ থেকে এমন বিনিয়োগ প্রতিশ্রুতি পাচ্ছি। এফবিসিসিআই সভাপতি বলেন, চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এক দাগে সরকারি ও বেসরকারি খাতে কোনো একটি দেশের বিনিয়োগ প্রতিশ্রুত করা আমাদের দেশের ইতিহাসে আর দেখিনি। এটা আমাদের জন্য সুখের দিন। আমাদের সরকার প্রধান শেখ হাসিনার কষ্টের ফসল, এই প্রাপ্তি বাংলাদেশ-চীন ভালো সম্পর্কের। ফলে আমরা ব্যবসায়ীরা ভালো রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে আরও বেশি বেশি চীনের বিনিয়োগ আনার চেষ্টা চালিয়েছিলাম। তারই সাফল্য আমরা পেলাম চীনের রাষ্ট্রপতির সফরে। আবদুল মাতলুব আহমাদ বলেন, আমাদের বেসরকারি খাতে ১৩ দশমিক ৬ বিলিয়ন এবং সরকারের সঙ্গে ২৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে বা পুরোটা না হয়ে অর্ধেক হলেও দুই দেশ ব্যাপক লাভবান হবে। দেশের জনগণ লাভবান হবে। দুই দেশের ব্যবসা ও শিল্পের প্রসার ঘটবে।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি