আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বাস করে উল্লেখ করে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে সবার কাছ থেকেই বিনিয়োগ পাচ্ছি। তাই ভারত, চীন ও জাপান, যার কাছ থেকে যখন যে বিনিয়োগ পাব, তার কাছ থেকে তা-ই নেব। গতকাল বাংলাদেশ প্রতিদিন-এর সঙ্গে আলাপকালে এফবিসিসিআইর সভাপতি আরও বলেন, বিশ্বে ভারসাম্য সব সময় পরিবর্তন হয়। ভারসাম্য কখনো স্থিতিশীল হয় না। এক দিন এক দেশ বড় হয়, আরেক দেশ পড়ে যায়। যেমন আগে ছিল তুর্কি। এখন নেই। এক সময়ে ইংল্যান্ড ছিল, এখন নেই। এক সময়ে রাশিয়াও ছিল। এমনিভাবে একেক দেশের ভারসাম্য একেকভাবে পরিবর্তন হয়। এখন ব্যবসাটা চলে এসেছে এশিয়াতে। এশিয়াতে যারা আছে যেমন— বাংলাদেশ, চীন ও ভারত। ব্যবসা এই দিকেই ঝুঁকছে। বিশ্বও এদিকেই ঝুঁকছে। বাণিজ্যে দক্ষিণ এশিয়ার গুরুত্বারোপ করে আবদুল মাতলুব আহমাদ বলেন, এখন আমাদের অঞ্চলের দিকে ভার বাড়ছে। আমাদের এই অঞ্চলের দিকে সবচেয়ে সফল বাংলাদেশ। কারণ, এক যুগ ধরে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি-জিডিপি ৬ শতাংশের ওপরে। এটা কোনো দেশই দেখাতে পারবে না। যার ফলে আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে সবার কাছ থেকে এমন বিনিয়োগ প্রতিশ্রুতি পাচ্ছি। এফবিসিসিআই সভাপতি বলেন, চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এক দাগে সরকারি ও বেসরকারি খাতে কোনো একটি দেশের বিনিয়োগ প্রতিশ্রুত করা আমাদের দেশের ইতিহাসে আর দেখিনি। এটা আমাদের জন্য সুখের দিন। আমাদের সরকার প্রধান শেখ হাসিনার কষ্টের ফসল, এই প্রাপ্তি বাংলাদেশ-চীন ভালো সম্পর্কের। ফলে আমরা ব্যবসায়ীরা ভালো রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে আরও বেশি বেশি চীনের বিনিয়োগ আনার চেষ্টা চালিয়েছিলাম। তারই সাফল্য আমরা পেলাম চীনের রাষ্ট্রপতির সফরে। আবদুল মাতলুব আহমাদ বলেন, আমাদের বেসরকারি খাতে ১৩ দশমিক ৬ বিলিয়ন এবং সরকারের সঙ্গে ২৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে বা পুরোটা না হয়ে অর্ধেক হলেও দুই দেশ ব্যাপক লাভবান হবে। দেশের জনগণ লাভবান হবে। দুই দেশের ব্যবসা ও শিল্পের প্রসার ঘটবে।
শিরোনাম
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
যার কাছে বিনিয়োগ পাব, তা-ই নেব
------আবদুল মাতলুব আহমাদ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর