আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বাস করে উল্লেখ করে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে সবার কাছ থেকেই বিনিয়োগ পাচ্ছি। তাই ভারত, চীন ও জাপান, যার কাছ থেকে যখন যে বিনিয়োগ পাব, তার কাছ থেকে তা-ই নেব। গতকাল বাংলাদেশ প্রতিদিন-এর সঙ্গে আলাপকালে এফবিসিসিআইর সভাপতি আরও বলেন, বিশ্বে ভারসাম্য সব সময় পরিবর্তন হয়। ভারসাম্য কখনো স্থিতিশীল হয় না। এক দিন এক দেশ বড় হয়, আরেক দেশ পড়ে যায়। যেমন আগে ছিল তুর্কি। এখন নেই। এক সময়ে ইংল্যান্ড ছিল, এখন নেই। এক সময়ে রাশিয়াও ছিল। এমনিভাবে একেক দেশের ভারসাম্য একেকভাবে পরিবর্তন হয়। এখন ব্যবসাটা চলে এসেছে এশিয়াতে। এশিয়াতে যারা আছে যেমন— বাংলাদেশ, চীন ও ভারত। ব্যবসা এই দিকেই ঝুঁকছে। বিশ্বও এদিকেই ঝুঁকছে। বাণিজ্যে দক্ষিণ এশিয়ার গুরুত্বারোপ করে আবদুল মাতলুব আহমাদ বলেন, এখন আমাদের অঞ্চলের দিকে ভার বাড়ছে। আমাদের এই অঞ্চলের দিকে সবচেয়ে সফল বাংলাদেশ। কারণ, এক যুগ ধরে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি-জিডিপি ৬ শতাংশের ওপরে। এটা কোনো দেশই দেখাতে পারবে না। যার ফলে আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে সবার কাছ থেকে এমন বিনিয়োগ প্রতিশ্রুতি পাচ্ছি। এফবিসিসিআই সভাপতি বলেন, চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এক দাগে সরকারি ও বেসরকারি খাতে কোনো একটি দেশের বিনিয়োগ প্রতিশ্রুত করা আমাদের দেশের ইতিহাসে আর দেখিনি। এটা আমাদের জন্য সুখের দিন। আমাদের সরকার প্রধান শেখ হাসিনার কষ্টের ফসল, এই প্রাপ্তি বাংলাদেশ-চীন ভালো সম্পর্কের। ফলে আমরা ব্যবসায়ীরা ভালো রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে আরও বেশি বেশি চীনের বিনিয়োগ আনার চেষ্টা চালিয়েছিলাম। তারই সাফল্য আমরা পেলাম চীনের রাষ্ট্রপতির সফরে। আবদুল মাতলুব আহমাদ বলেন, আমাদের বেসরকারি খাতে ১৩ দশমিক ৬ বিলিয়ন এবং সরকারের সঙ্গে ২৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে বা পুরোটা না হয়ে অর্ধেক হলেও দুই দেশ ব্যাপক লাভবান হবে। দেশের জনগণ লাভবান হবে। দুই দেশের ব্যবসা ও শিল্পের প্রসার ঘটবে।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
যার কাছে বিনিয়োগ পাব, তা-ই নেব
------আবদুল মাতলুব আহমাদ
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর