ইকবাল পারভেজ। তিনি ছিলেন রাজউকের একজন সহকারী পরিচালক। পাঁচ বছরেরও বেশি সময় সেখানে কাজ করেছেন। এর আগে ছিলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের সহকারী আইন কর্মকর্তা। অভিযোগ রয়েছে, প্রতিমন্ত্রীর দাপটে বয়স জালিয়াতি করে তিনি এ পদে যোগ দেন। প্রতিমন্ত্রীর ছত্রচ্ছায়ায় থেকে ক্ষমতাধর হয়ে ওঠা ইকবাল পারভেজের ভয়ে রাজউকের পরিচালক এবং খোদ চেয়ারম্যানসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও থাকতেন তটস্থ। গুলশান, বনানী ও মতিঝিলে রাজউকের সরকারি পরিত্যক্ত সম্পত্তির ফাইল গায়েব করতেন পারভেজ। পরে ভুয়া মালিক সাজিয়ে ওই সম্পত্তি বিক্রি করতেন তিনি। তার নেতৃত্বেই গড়ে ওঠে জালিয়াতির এক ভয়ঙ্কর সিন্ডিকেট। আর এভাবেই জাল-জালিয়াতির মাধ্যমে আঙুল ফুলে কলা গাছে পরিণত হন দরিদ্র পরিবারের সন্তান ইকবাল পারভেজ। সংশ্লিষ্টদের মতে, হঠাৎ তার এই ভাগ্য পরিবর্তন যেন আলাদিনের চেরাগকেও হার মানিয়েছে। তার অবৈধ আয়ের টাকার ভাগ যেত সাবেক ওই প্রতিমন্ত্রীর পকেটে। সূত্রমতে, রাজউকের দায়িত্বশীল পদে চাকরি করেও ইকবাল পারভেজ ঠিকাদারি করেছেন। তিনি প্রতিমন্ত্রীর ক্ষমতার দাপট খাটিয়ে শেষ দুই বছরেই গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর-অধিদফতরের ২৫টি ঠিকাদারি কাজ বাগিয়ে নেন। নিজের গড়ে তোলা মেসার্স ইকবাল পারভেজ, মেসার্স ঊষা ট্রেডার্স ও মেসার্স তহমিনা ট্রেডার্সের নামে হাতিয়ে নেন আট কোটি টাকার টেন্ডার কাজ। ইকবাল পারভেজের ঠিকাদারি ফার্মগুলো কোনো টেন্ডারে অংশ নিলে সেই কাজ অন্য কেউ আর পেত না। ইকবালের কথাই ঠিকাদারি কাজ পাওয়ার ব্যাপারে শেষ কথা ছিল। সূত্র জানায়, প্রতিমন্ত্রীর সরাসরি সহযোগিতায় ইকবাল পারভেজ শুধু ঠিকাদারি কর্মকাণ্ডের মাধ্যমেই গণপূর্ত মন্ত্রণালয়ভুক্ত পাঁচটি বিভাগ থেকে চার শতাধিক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টেন্ডারে পাওয়া ঠিকাদারি কাজগুলো না করেও তিনি কয়েক শ’ কোটি টাকার বিল তুলে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মাত্র তিন-চার বছরের ব্যবধানেই চক্রের তিন সদস্য একাধিক বাড়ি, গাড়ি, প্লটের মালিক হন। জানা যায়, মন্ত্রণালয়ে ইকবাল পারভেজের কোনো পদ না থাকার পরও তিনি সহকারী পরিচালক (আইন) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিমন্ত্রী দায়িত্ব ছেড়ে দেওয়ার পরপর ইকবাল পারভেজকে তার মূল নিয়োগস্থল রাজউকের সহকারী পরিচালক পদে ফেরত পাঠানো হয়। তিনি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দফতরগুলোয় নানা বেআইনি কাজ করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। বিভিন্ন জালিয়াত চক্রের সঙ্গে যোগাযোগ ও ঘুষ লেনদেনে মুখ্য ভূমিকা পালন করাই ছিল তার কাজ। সরকারের শেষ মুহূর্তে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ঘিরে যে আখেরি লুটপাট চলে, এর মূল ঘটকের ভূমিকায়ও ছিলেন ইকবাল পারভেজ। জানা গেছে, পূর্বাচল প্রকল্পে যে ১৬৮টি আদিবাসী-ক্ষতিগ্রস্ত প্লট বরাদ্দ দেওয়া হয়, তাতে অন্তত ২০ কোটি টাকার বাণিজ্য করে পকেটস্থ করেন তিনি। প্রতিটি প্লটের বিপরীতে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। শুধু প্লট বরাদ্দ বা টেন্ডার বাণিজ্যই নয়, শেষ মুহূর্তে আবাসন প্রকল্প অবৈধভাবে অনুমোদন নিয়েও বড় ধরনের বাণিজ্য হয় মন্ত্রণালয় ও রাজউকে। রাজধানীর মতিঝিল এলাকায় আর কে মিশন রোডে ২৪ তলা ভবনসহ সরকারের কয়েক শ’ কোটি টাকা মূল্যের জমি হাতছাড়া হওয়ার পেছনেও ইকবাল পারভেজের ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিতর্কিত ওই কর্মকর্তার মোটা অঙ্কের ঘুষ পকেটস্থ করার কারণেই সরকারকে এত বড় মাশুল দিতে হয়। ১৯৮১ সালের একটি ভুয়া চিঠিকে জায়েজ করার মাধ্যমে ১৫ শতক সরকারি জমি ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেন ইকবাল পারভেজ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (আইন) পদ ব্যবহার করেই তিনি এ অপকর্মটি সাধন করেন বলে চাউর আছে। লুটপাটের কয়েক কোটি টাকা খরচ করে রাজধানীর কদমতলীতে ইকবাল পারভেজ আলিশান বাড়িও নির্মাণ করেছেন। কদমতলীর রায়েরবাগ মহল্লার সি ব্লকের ১৩৬২ নম্বর হোল্ডিংয়ের ঠিক বিপরীত পাশে সাত তলার বিশাল একটি অট্টালিকা গড়ে তুলেছেন তিনি।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
সরকারি জমি বিক্রি টেন্ডারবাজি সব কিছুতে রাজউকের ইকবাল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর