মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মুক্তি চাইলেন সাংবাদিকরা

সাংবাদিক নাজমুল আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অপব্যবহার করে পুলিশের প্রতিহিংসার মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে আবারও এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার বিচারিক হাকিম শাহজাদী তাহমিনার আদালত রিমান্ডের এ আদেশ দেয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবদুল আওয়াল সাংবাদিক নাজমুলকে  জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় রিমান্ড বাতিল চেয়ে নাজমুলের আইনজীবীরা আদালতে বলেন, এই মামলার অভিযোগের কোনো সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও হয়রানি করার জন্য পুলিশ নাজমুল হুদাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। এর আগে তাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে প্রকৃত কোনো তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। আইনজীবীরা আরও বলেন, সেদিন রিমান্ডের আদেশের পরে আদালত থেকে থানায়   নেওয়ার পথে পুলিশের পিকআপ ভ্যানের ভিতরে এবং ভ্যান থেকে নামানোর পরে থানায় নেওয়ার আগ পর্যন্ত ডিবি পুলিশ তাকে লাথি ও কিল-ঘুষি মারে। এবারও তাকে নির্যাতনের উদ্দেশ্যেই রিমান্ডের আবেদন করা হয়েছে। নাজমুল হুদা রিমান্ডে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত তাকে সাভারের স্থানীয় হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা করায়। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ কর্তৃপক্ষের নজরে এলে বন্ধ গার্মেন্টস খুলে দেওয়া হয়। এর ফলে শ্রমিকদের কোনো অসন্তোষ নেই। গার্মেন্টস পরিস্থিতি শান্ত। নাজমুল হুদার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, অ্যাডভোকেট সৈয়দ শাহ আলম, অ্যাডভোকেট তুহিন হাওলাদার, অ্যাডভোকেট মাহবুব হোসের রানা।

এদিকে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার মিথ্যা মামলায় আটক সাংবাদিক নাজমুল হুদার অবিলম্বে মুক্তি দাবি করেছে। জার্মানভিত্তিক বার্তা সংস্থা ডয়েচে ভেলের এক প্রতিবেদনে সাভারে পুলিশের বিরুদ্ধে নাজমুল হুদার মামলার এজাহারে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর গভীর রাতে আশুলিয়া থানায় মামলা করার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় সাংবাদিক নাজমুল হুদাকে।

সর্বশেষ খবর