মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

রুয়েটে এবার শিক্ষকরা আন্দোলনে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে টানা সাত দিন আন্দোলন, এরপর অসদাচরণকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনে অস্থির হয়ে উঠছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। গতকাল শিক্ষার্থীরা ক্লাস করতে এলেও শিক্ষকরা কোনো বিভাগেরই ক্লাস-পরীক্ষা নেননি। শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি এ রূপ আন্দোলনের ফলে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

রুয়েট সূত্রে জানা যায়, গতকাল ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থী ছাড়াও অন্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাস করতে এলেও শিক্ষকরা কোনো সিরিজের ক্লাস নেননি। ক্লাস না নিয়ে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান করেন। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১২ সিরিজের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা। শিক্ষকদের কর্মসূচির ফলে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, রুয়েটে কয়েক দিনে ঘটে যাওয়া ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের মাঝে এক ধরনের সংকট তৈরি হয়েছে। এই সংকট যদি দ্রুত সমাধান না হয় তবে রুয়েট শিক্ষার্থীদের সেশনজটে পড়তে হবে।

 

সর্বশেষ খবর