বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’র সংরক্ষণ ও প্রজননের মাধ্যমে বংশবিস্তার শুরু হয়েছে। এ প্রজনন কেন্দ্রে ওই কচ্ছপের বেড়ে ওঠা, প্রজনন এবং ডিম পাড়ার জন্য পুকুর, নালা, শেডসহ প্যান (কৃত্রিম পুকুর) ও ডিম সংরক্ষণের স্থান তৈরি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ প্রজনন কেন্দ্রে এখন বিলুপ্তপ্রায় প্রজাতির ১১৭টি কিশোর ও ১০টি বড় বাটাগুর বাসকা কচ্ছপ রয়েছে। এর ভিতর থেকে সবচেয়ে বড় দুটি কচ্ছপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের বঙ্গোপসাগর মোহনায় ছাড়া হয়েছে। এই ট্রান্সমিটারের মাধ্যমে সুদূর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসে এ কচ্ছপের জীবনাচরণের তথ্য ও ছবি দেখা যাবে। গবেষণার মধ্য দিয়ে জানা যাবে বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতির এ কচ্ছপের স্বভাব, খাদ্য সংগ্রহ, বিচরণ, পরিবেশসহ বঙ্গোপসাগরের গভীর ও অগভীর পানিতে থাকতে পছন্দ করা না করার বিষয়। এ ছাড়া এ দুটি কচ্ছপ বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ ছেড়ে ভারত ও শ্রীলঙ্কা অংশে যায় কিনা— তাও জানা সম্ভব হবে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, বাংলাদেশের বন বিভাগ, আমেরিকার টারটেল সারভাইভাল এলায়েন্স, অস্ট্রিয়ার ভিয়েনা জু ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের অর্থায়নে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির ও হরিণের পাশাপাশি ২০১৪ সালে গড়ে তোলা হয় ‘বাটাগুর বাসকা’র কচ্ছপ প্রজনন কেন্দ্র। বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় থাকা বাটাগুর বাসকা কচ্ছপ করমজলে প্রজননের আগে শুধু সুন্দরবনসহ বাংলাদেশ ও ভারতে ছিল ১০০টির মতো। তিন বছরে সুন্দরবনের করমজলে প্রজননের মাধ্যমে এর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১২৭টিতে। বর্তমানে করমজল কচ্ছপ প্রজনন কেন্দ্রে ১১৭ কিশোর-কিশোরী ও ১০টি বড় বাটাগুর বাসক প্রজাতির কচ্ছপ রয়েছে। এর মধ্যে ৪টি বড় পুরুষ ও ৪টি নারী কচ্ছপ রয়েছে। বড় অন্য দুটির পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে গত রবিবার সুন্দরবনের বঙ্গোপসাগরের মোহনার আদাচাই এলাকার সাগরে ভাটার সময় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ৮টি কচ্ছপ চলতি বছরের মাঝামাঝি সময় ডিম দেবে। এরপর ডিম থেকে ফুটে বের হওয়া বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবমুক্ত করা হবে।
শিরোনাম
                        - তুষারধসে নেপালে বিদেশি পর্বতারোহীসহ সাতজনের মৃত্যু
 - উত্তর কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদপ্রধানের মৃত্যু
 - নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা এনসিপির
 - আজ ঢাকার বাতাসের মান কেমন?
 - রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
 - চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
 - ফরিদপুর-৪ আসনে বাবুলের মনোনয়ন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
 - লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের-এ্যানি
 - শরীয়তপুরে তিন আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা
 - আজ নিউইয়র্কে মেয়র নির্বাচন
 - একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ নভেম্বর)
 - আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি
 - যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
 - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 
বংশবৃদ্ধি ঘটছে বিলুপ্তপ্রায় ‘বাটাগুর বাসকা’র
                        
                        
                                                     শেখ আহসানুল করিম, বাগেরহাট
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর