জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতার ইশতেহার আজও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে লাখো জনতার সামনে স্বাধীনতার যে ইশতেহার পাঠ করেছিলেন তাতে গণতন্ত্র ছিল, সাম্য ছিল। কিন্তু দেশে আজ গণতন্ত্র নেই। সাম্য নেই। ক্ষমতাসীনরা আইনকানুন নিজেদের করে নিয়েছে। এ জন্য দেশ স্বাধীন করা হয়নি। ঐতিহাসিক ৩ মার্চ ’৭১ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় অসুস্থ শাজাহান সিরাজ নিজের সুস্বাস্থ্য কামনায় উপস্থিত সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন। শাজাহান সিরাজের সহধর্মিণী বেগম রাবেয়া সিরাজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খান, কবি আল মুজাহিদী, সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহিদ, সামাজিক রাজনৈতিক আন্দোলনের সংগঠক অধ্যাপক হুমায়ুন কবির হিরু ও ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন শাজাহান সিরাজের কন্যা শুক্লা সারওয়াত সিরাজ। আ স ম আবদুর রব ক্ষমতাসীন সরকারের উদ্দেশে আরও বলেন, ক্ষমতাসীনরা কি জানেন শাজাহান সিরাজ কে? তিনি বলেন, একাত্তরের ১ মার্চ, ২ মার্চ ও ৩ মার্চ-কে অস্বীকার করা যাবে না। ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চের পরে পর্যায়ক্রমে ৭ মার্চ এসেছে। ক্ষমতাসীনরা ইতিহাস জানেন না। তিনি বলেন, সিঁড়িকে অস্বীকার করা যায় না। মরহুম আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ ও আ স ম আবদুর রব হচ্ছে বঙ্গবন্ধুর সিঁড়ি। এ সিঁড়িকে অস্বীকার করে ক্ষমতাসীনরা বঙ্গবন্ধুকে নিচে নামাচ্ছেন। যাদের শ্রমে-ঘামে এ স্বাধীনতা তাদের ইতিহাস পাঠ্যবইয়ে নেই। তিনি শাজাহান সিরাজের আরোগ্য কামনা করেন। আনোয়ারুল আলম শহিদ বলেন, শাজাহান সিরাজ ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বঙ্গবন্ধুর উপস্থিতিতে লাখো জনতার সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। রাবেয়া সিরাজ বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অসুস্থ শাজাহান সিরাজের কেউ খবর নেন না। নজরুল ইসলাম খান বলেন, ইশতেহার আজো বাস্তবায়ন হয়নি। ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ-কে আজো স্বীকৃতি দেওয়া হয়নি। কবি আল মুজাহিদী বলেন, মরহুম আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ ও আ স ম আবদুর রব না থাকলে স্বাধীনতা পিছিয়ে যেত। তিনি বলেন, আজ গণতন্ত্রের পথ সংকীর্ণ। এ জন্য দেশ স্বাধীন হয়নি।
শিরোনাম
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
- শাপলা কলি দেওয়া হলে নেবে এনসিপি