জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতার ইশতেহার আজও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে লাখো জনতার সামনে স্বাধীনতার যে ইশতেহার পাঠ করেছিলেন তাতে গণতন্ত্র ছিল, সাম্য ছিল। কিন্তু দেশে আজ গণতন্ত্র নেই। সাম্য নেই। ক্ষমতাসীনরা আইনকানুন নিজেদের করে নিয়েছে। এ জন্য দেশ স্বাধীন করা হয়নি। ঐতিহাসিক ৩ মার্চ ’৭১ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় অসুস্থ শাজাহান সিরাজ নিজের সুস্বাস্থ্য কামনায় উপস্থিত সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন। শাজাহান সিরাজের সহধর্মিণী বেগম রাবেয়া সিরাজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খান, কবি আল মুজাহিদী, সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহিদ, সামাজিক রাজনৈতিক আন্দোলনের সংগঠক অধ্যাপক হুমায়ুন কবির হিরু ও ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন শাজাহান সিরাজের কন্যা শুক্লা সারওয়াত সিরাজ। আ স ম আবদুর রব ক্ষমতাসীন সরকারের উদ্দেশে আরও বলেন, ক্ষমতাসীনরা কি জানেন শাজাহান সিরাজ কে? তিনি বলেন, একাত্তরের ১ মার্চ, ২ মার্চ ও ৩ মার্চ-কে অস্বীকার করা যাবে না। ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চের পরে পর্যায়ক্রমে ৭ মার্চ এসেছে। ক্ষমতাসীনরা ইতিহাস জানেন না। তিনি বলেন, সিঁড়িকে অস্বীকার করা যায় না। মরহুম আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ ও আ স ম আবদুর রব হচ্ছে বঙ্গবন্ধুর সিঁড়ি। এ সিঁড়িকে অস্বীকার করে ক্ষমতাসীনরা বঙ্গবন্ধুকে নিচে নামাচ্ছেন। যাদের শ্রমে-ঘামে এ স্বাধীনতা তাদের ইতিহাস পাঠ্যবইয়ে নেই। তিনি শাজাহান সিরাজের আরোগ্য কামনা করেন। আনোয়ারুল আলম শহিদ বলেন, শাজাহান সিরাজ ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বঙ্গবন্ধুর উপস্থিতিতে লাখো জনতার সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। রাবেয়া সিরাজ বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অসুস্থ শাজাহান সিরাজের কেউ খবর নেন না। নজরুল ইসলাম খান বলেন, ইশতেহার আজো বাস্তবায়ন হয়নি। ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ-কে আজো স্বীকৃতি দেওয়া হয়নি। কবি আল মুজাহিদী বলেন, মরহুম আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ ও আ স ম আবদুর রব না থাকলে স্বাধীনতা পিছিয়ে যেত। তিনি বলেন, আজ গণতন্ত্রের পথ সংকীর্ণ। এ জন্য দেশ স্বাধীন হয়নি।
শিরোনাম
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
স্বাধীনতার ইশতেহার আজও বাস্তবায়ন হয়নি : আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর