জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতার ইশতেহার আজও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে লাখো জনতার সামনে স্বাধীনতার যে ইশতেহার পাঠ করেছিলেন তাতে গণতন্ত্র ছিল, সাম্য ছিল। কিন্তু দেশে আজ গণতন্ত্র নেই। সাম্য নেই। ক্ষমতাসীনরা আইনকানুন নিজেদের করে নিয়েছে। এ জন্য দেশ স্বাধীন করা হয়নি। ঐতিহাসিক ৩ মার্চ ’৭১ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় অসুস্থ শাজাহান সিরাজ নিজের সুস্বাস্থ্য কামনায় উপস্থিত সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন। শাজাহান সিরাজের সহধর্মিণী বেগম রাবেয়া সিরাজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খান, কবি আল মুজাহিদী, সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহিদ, সামাজিক রাজনৈতিক আন্দোলনের সংগঠক অধ্যাপক হুমায়ুন কবির হিরু ও ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন শাজাহান সিরাজের কন্যা শুক্লা সারওয়াত সিরাজ। আ স ম আবদুর রব ক্ষমতাসীন সরকারের উদ্দেশে আরও বলেন, ক্ষমতাসীনরা কি জানেন শাজাহান সিরাজ কে? তিনি বলেন, একাত্তরের ১ মার্চ, ২ মার্চ ও ৩ মার্চ-কে অস্বীকার করা যাবে না। ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চের পরে পর্যায়ক্রমে ৭ মার্চ এসেছে। ক্ষমতাসীনরা ইতিহাস জানেন না। তিনি বলেন, সিঁড়িকে অস্বীকার করা যায় না। মরহুম আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ ও আ স ম আবদুর রব হচ্ছে বঙ্গবন্ধুর সিঁড়ি। এ সিঁড়িকে অস্বীকার করে ক্ষমতাসীনরা বঙ্গবন্ধুকে নিচে নামাচ্ছেন। যাদের শ্রমে-ঘামে এ স্বাধীনতা তাদের ইতিহাস পাঠ্যবইয়ে নেই। তিনি শাজাহান সিরাজের আরোগ্য কামনা করেন। আনোয়ারুল আলম শহিদ বলেন, শাজাহান সিরাজ ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বঙ্গবন্ধুর উপস্থিতিতে লাখো জনতার সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। রাবেয়া সিরাজ বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অসুস্থ শাজাহান সিরাজের কেউ খবর নেন না। নজরুল ইসলাম খান বলেন, ইশতেহার আজো বাস্তবায়ন হয়নি। ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ-কে আজো স্বীকৃতি দেওয়া হয়নি। কবি আল মুজাহিদী বলেন, মরহুম আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ ও আ স ম আবদুর রব না থাকলে স্বাধীনতা পিছিয়ে যেত। তিনি বলেন, আজ গণতন্ত্রের পথ সংকীর্ণ। এ জন্য দেশ স্বাধীন হয়নি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
স্বাধীনতার ইশতেহার আজও বাস্তবায়ন হয়নি : আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর