প্রবাসীদের গোপন তথ্য চুরি করে ক্রেডিট কার্ড তৈরির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সাড়ে ৩ মিলিয়ন ডলার (প্রায় ২৮ কোটি টাকা) হাতিয়ে নেওয়ার মামলায় নিউইয়র্কে বাংলাদেশি সংগীতশিল্পী সম্পা জামানসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর : নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ। গত ৯ মার্চ এক সংবাদ সম্মেলনে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন এ তথ্য প্রকাশ করে জানান, সংঘবদ্ধ এই জালিয়াত চক্রের লিডার বাংলাদেশি মোহাম্মদ রানা। আরও যারা রয়েছেন তারা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি অভিবাসী। প্রাপ্ত খবর অনুযায়ী, এক দশকে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে দুই শতাধিক বাংলাদেশিকে ক্রেডিট কার্ড জালিয়াতি, মর্টগেজ জালিয়াতি, ব্যাংকের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকার জন্য জেলে নেওয়া হলেও এই প্রথম জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একজন বাংলাদেশি মহিলা গ্রেফতারের ঘটনায় প্রবাসীরা হতভম্ব হয়েছেন। জানা গেছে, ৪৬ বছর বয়সী সম্পা জামান থাকেন নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ১৮০ স্ট্রিটে। তিনি জাল ক্রেডিট কার্ডে বারবেরি, চ্যানেল, ব্লুমিংডেল নর্ডস্ট্রম, অ্যাপেল, হোম ডিপো, রেস্টুরেন্ট ডিপোসহ বিভিন্ন স্টোর থেকে স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনেন। এরপর সেগুলো ওই দুর্বৃত্ত চক্রের নেটওয়ার্কে স্বল্পমূল্যে বিক্রি করেন। গ্রেফতার গ্যাং লিডার মোহাম্মদ রানা (৪০) জ্যামাইকার ৯৩ এভিনিউতে বাস করেন। ডেপুটি লিডার ইন্দারজিৎ সিং ওরফে গয়া এবং সনু (২৪) বাস করেন কুইন্সের ১১২ স্ট্রিটে। গ্রেফতার অন্য বাংলাদেশিরা হলেন জ্যামাইকার ১৭০ স্ট্রিটের বিল্লাহ, লেফার্টস বুলেভার্ডের তানভির সিধু ওরফে সানী (২৫), ১২৬ স্ট্রিটের মহসিন খান ওরফে চাচা (৫৯), করোনার সোলটেল এভিনিউর সেলিনা ওরফে পচো, ভ্যালিস্ট্রিমের সালিম রোডের মোহাম্মদ ইকবাল (৩০), কুইন্সের ব্রায়ারউডের কলিজ এভিনিউর মোহাম্মদ হাসান (৫২)। মামলার উদ্ধৃতি দিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান, অভিযুক্তদের গ্রেফতারের সময় জাল ক্রেডিট কার্ডসহ পরিচয়পত্র তৈরির চারটি মেশিন এবং নগদ ৪ লাখ ডলার, সোনার বার, চুরির অর্থে কেনা পাঁচটি গাড়ি, তিনটি আগ্নেয়াস্ত্রসহ চুরি করা বহু প্রবাসীর তথ্য উদ্ধার করা হয়েছে।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
নিউইয়র্কে বাংলাদেশি কণ্ঠশিল্পী সম্পা জামানসহ ৩০ জন গ্রেফতার
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর