ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। গত বছরের ২৬ অক্টোবর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টের চিকিৎসা নিতে আসেন এক তরুণী। পরনে লাল রঙের ছাপ-ছাপ থ্রি-পিস। তরুণীর সঙ্গে ছিল একটা ছেলে। ছেলেটাকে প্রথমে ইমার্জেন্সি গেটের একজন পুলিশ আটক করে ডিউটিরত আনসার সদস্যের হাতে দেয়। পরে মেয়েটাকে হাসপাতালের বারান্দায় নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যসহ অন্যরা। সম্প্রতি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এভাবেই গণধর্ষণের ঘটনার কথা স্বীকার করেন আনসার সদস্য আতিকুল ইসলাম। পরে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আসামির জবানবন্দি রেকর্ড করেন। সূত্র জানায়, আসামি আতিকুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিচারকের কাছে বলেছেন, আমি ঢাকা মেডিকেলের আনসার ক্যাম্পে গত দেড় বছর ধরে কর্তব্যরত আছি। গত বছরের ২৬ অক্টোবর মেডিকেলের আউট ডোর এলাকায় আমার টহল ডিউটি ছিল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। ডিউটি কমান্ডার ছিলেন এপিসি একরামুল। আমার ডিউটি ছিল আনসার সদস্য বাবুলের সঙ্গে। আনসার সদস্য মিনহাজের ডিউটি ছিল ইমার্জেন্সির গেটে। মিনহাজ তার নামে ইস্যু করা শটগানটা ইমার্জেন্সি গেটের পাশের ওটি রুমে ডিউটিতে থাকা আনসার সদস্য রাশেদের কাছে রেখেছিল। আনসার সদস্য সিরাজ নাক, কান, গলা বিভাগের ডিউটিতে ছিল। আমি অস্ত্রসহ সরকারি পোশাকে ডিউটি করছিলাম। রাত ১২টায় একটা মেয়ে মেডিকেলের নতুন ভবনের সামনে আসে। মেয়েটার বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। মেয়েটার হাতে ফুলের তোড়া ছিল। মেয়েটার পরনে লাল রঙের ছাপ-ছাপ থ্রি-পিস। মেয়েটার সঙ্গে ছিল একটা ছেলে। ছেলেটার বয়স প্রায় ২৫ বছর। ছেলেটাকে প্রথমে ইমার্জেন্সি গেটের একজন পুলিশ আটকে ইমার্জেন্সি গেটে ডিউটি করা আনসার সদস্য মিনহাজের হাতে দেয় এবং বলে যে, মেয়েটার সঙ্গে ছেলেটার পরিচয় সায়েদাবাদ বাসস্ট্যান্ডে। ছেলেটা মেয়েটাকে নিয়ে হোটেলে তিন দিন রাখে। এ জন্য মেয়েটা ছেলেটাকে গালিগালাজ করে। মেয়েটা তখন বলে যে, তার শ্বাসকষ্টের সমস্যা আছে। মেয়েটা চিকিৎসার জন্য মেডিকেলে এসেছে। তখন বাবুল মেয়েটাকে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। সেখানে আমিও ছিলাম। পরে মেয়েটাকে নিয়ে মিনহাজ আউটডোরের থেরাপির বাইরের পশ্চিম পাশের বারান্দার কোনায় নিয়ে শারীরিক সম্পর্ক করে। আমি ও বাবুল বিষয়টি দেখে ফেলি। বাবুল ওদের কিছু বলেনি। আমি নিষেধ করেছি। তখন এপিসি একরামুল এসে বলে যে, সে পারমিশন দিয়েছে এবং আমাকে চুপ থাকতে বলে। তখন আমি চুপ হয়ে যাই। এর মধ্যে মিনহাজের শেষ হয়, পরে বাবুল মেয়েটাকে থেরাপির রুমে নিয়ে শারীরিক সম্পর্ক করে। তারপরে থেরাপি রুমে গিয়ে আমিনুল ওই কাজ শেষ করে। তখন আউট ডোরের একজন স্টাফ এবং অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার আসে যাদের নাম আমি জানি না কিন্তু দেখলে চিনতে পারব। তখন এপিসি একরামুল তাদের বলে যে, আপনারা কিছু বলিয়েন না। পরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ড্রাইভার টাকা দিতে চাইলে মেয়েটা টাকা নেয়নি। পরে সিরাজও একইভাবে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এরই মধ্যে ভোর ৬টা বেজে গেলে আমি হাতিয়ার জমা দিয়ে ক্যাম্পে ঘুমিয়ে যাই। সকাল ১০টার দিকে আমি খবর পাই যে, ক্যাম্প কমান্ডার জজ আমাদের ডাকছে। গিয়ে দেখি ওই মেয়েটা ক্যাম্প কমান্ডারের অফিস রুমের ভিতরে। ক্যাম্প কমান্ডার মেয়েটাকে জিজ্ঞাসা করে কে কে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। তখন মেয়েটা হাত দিয়ে তাদেরকে দেখিয়ে দেয়। কিন্তু আমাকে দেখায়নি এবং আমার কথাও বলেনি। পরে আমি কমান্ডারকে সব খুলে বলি। তখন আমি বলেছিলাম যে, আমি ডিউটি কমান্ডার এপিসি একরামুলকে নিষেধ করেছিলাম কিন্তু সে আমাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। তখন ক্যাম্প কমান্ডার জজ এবং পিসি জাহিদ ঘটনার বিষয়ে বিচার করে। পরে ক্যাম্প কমান্ডার জজ ওই মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে আসতে বলে এবং এপিসি একরামুল গাড়িতে তুলে দিয়ে আসে। মেয়েটা আবার বিকাল ৫টার সময় ঢাকা মেডিকেলে এসে টিকিট কেটে নতুন ভবনে আট তলায় ভর্তি হয়। পরে যে সব আনসার সদস্য ধর্ষণ করেছে তারা সবাই পালিয়ে যায়। আমাকেও পালাতে বলে। আমি পালাইনি। পিসি জজ, কমান্ডার জাহিদ এবং আনসার থানা অফিসার দুলাল পলাতকদের চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য বললে তারা রিজাইন দিয়ে চলে যায়। আমি রিজাইন দিতে রাজি না হওয়ায় আমাকে পুলিশে ধরিয়ে দেয়। মামলার নথি সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণধর্ষণের অভিযোগে গত বছরের ২ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করে ওই তরুণী। হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বরত আনসারের ছয় সদস্য এই ধর্ষণে জড়িত বলে মামলায় অভিযোগ করা হয়। আসামিরা হলেন— এপিসি একরামুল, আনসার সদস্য আনিসুল, আতিকুল, সিরাজ, বাবুল ও মিনহাজ। এদের মধ্যে আতিকুল ও একরামুল কারাগারে। বাকিরা পলাতক রয়েছেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল