শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

লাইটের ভিতর সোনা নারীর শরীরে মুদ্রা

নিজস্ব প্রতিবেদক

এলইডি লাইটের ভিতরে সোনা ও এক নারীর শরীরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মাহবুবুল আলম (৩৫) ও খাদিজা বেগম (৭০) নামে দুজনকে আটক করে শুল্ক গোয়েন্দারা। গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, গতকাল ভোরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় দুবাই থেকে আসা মাহবুবুল আলমকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এলইডি লাইট ভেঙে ২৪৮ গ্রাম ওজনের সোনার চাকতি এবং প্যান্টের পকেট থেকে ৯৯ গ্রাম ওজনের চারটি সোনার চুড়ি জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা।

 সকালে আরেকটি অভিযানে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় খাদিজা বেগমকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে প্রায় আড়াই লাখ সৌদি রিয়াল জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ৫২ লাখ ২৯ হাজার মূল্যমানের।  জানা গেছে, খাদিজার বাড়ি গাজীপুর সদরের আরিচপুর গ্রামে। মুদ্রাগুলো চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে দিতে সোহেল নামে এক ব্যক্তির সঙ্গে তার এক লাখ টাকার চুক্তি হয়। মাহবুবুলের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায়। 

সর্বশেষ খবর