শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

ভোলার মুগডাল জাপান যাচ্ছে

ভোলা প্রতিনিধি

ভোলার মুগডাল জাপান যাচ্ছে

ভোলায় উৎপন্ন উন্নত জাতের মুগডাল এখন জাপানে রপ্তানি করা হচ্ছে। এতে কৃষকরা স্থানীয় বাজারের চেয়ে ১৫ টাকা বেশি মূল্যে ডাল বিক্রি করতে পেরে বেশ লাভবান হচ্ছে। কৃষকরা জানান, স্থানীয় একটি উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় তারা এবার মুগডালের বাম্পার ফলন পেয়েছেন। প্রশিক্ষণের পাশাপাশি বীজসহ অন্যান্য সহায়তা পাওয়ায় চলতি মৌসুমে ভোলায় প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে মুগডাল আবাদ হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ভোলা সদর উপজেলাসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এবার ২৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে মুগডালের চাষ হয়েছে। এর মধ্যে উন্নত জাতের বাড়ি মুগ-৬ ছাড়াও স্থানীয় জাতের মুগ ডাল রয়েছে। কৃষকরা জানান, একর প্রতি ফলন আসছে ১৪ থেকে ১৫ মণ। প্রতিমণ ডাল বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫শ’ টাকায়। জানা যায়, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় মুগ ডালের জাত উন্নয়ন ও বাজারজাত করনের উপর স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জেলার ৫টি উপজেলায় ৮ হাজার কৃষককে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া তারা কৃষকদের মধ্যে বাড়ি মুগ-৬ এর বীজ বিতরণ করেছে। ওই সংস্থার সহযোগিতায় জাপানের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কৃষকদের কাছ থেকে ৬০ টাকা কেজি দরে মুগ ডাল কিনে জাপানে নিচ্ছে। ফলে কৃষকরা উচ্চমূল্যে বিক্রি করতে পেরে খুশি। ইতিমধ্যে ভোলা থেকে ৫০ মেট্রিক টন মুগ ডাল ক্রয় করেছে জাপানি সংস্থাটি। জেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, ভোলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে মুগ ডাল আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলন পেয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি জাপানি একটি সংস্থা ওই ডাল কিনে নেওয়ায় কৃষকরা আরও অধিক জমিতে মুগের আবাদ করবেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর