শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় মণিপুরি নৃত্য উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় মণিপুরি নৃত্য উৎসব

নৃত্যগুরু বিপিন সিংহের হাত ধরেই উপমহাদেশের মণিপুরি নৃত্য মর্যাদার আসনে উন্নীত হয়। তিনিই ভারতের মণিপুর রাজ্য থেকে মণিপুরি নৃত্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। ২৩ আগস্ট এই নৃত্যগুরুর জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে যৌথভাবে দুই দিনের নৃত্য উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি ও মণিপুরি নৃত্য সংগঠন ধৃতি নর্তনালয়, ভাবনা, কল্পতরু ও ধ্রুমেল। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধনী আয়োজনে অতিথি ছিলেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ভারতের নৃত্য সমালোচক সুনীল কুঠারি, লীলা ভেঙ্কটরমণ, শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব হোসেন, নৃত্য পরিচালক লুবনা মারিয়াম। আগুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচের সংগঠন কল্পতরু ও ধ্রুমেলের শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে। এরপর মণিপুরি নৃত্যে নাট্যশালার মূল মিলনায়তনে মোহনীয়তা ছড়ান শিল্পীরা। আজ শেষ হবে দুই দিনের এ উৎসব।

সুফিয়া কামালের জন্মদিন উদ্যাপন : মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গেছেন জননী সাহসিকা কবি সুফিয়া কামাল। ২০ জুন ছিল তাঁর ১০৮তম জন্মদিন। আর কবির জন্মদিনের দুই দিন পর গতকাল নানা আয়োজনে তাঁকে স্মরণ করেছে তাঁরই হাতে গড়া প্রতিষ্ঠান কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। এতে প্রধান অতিথি ছিলেন মেলার ট্রাস্টি বোর্ডের সদস্য কবিকন্যা অ্যাডভোকেট সুলতানা কামাল। অতিথি ছিলেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহসভাপতি শিল্পী আবুল বারক্ আলভী, দিল মনোয়ারা মনু, প্রবীণ সদস্য শিল্পী বুলবুল মহলানবীশ। শিশু সদস্য ইসরাত জাহান দিবার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখে শিশু বক্তা রাজ্যশ্রী সাহা। প্রধান অতিথির বক্তৃতায় সুলতানা কামাল বলেন, ‘এক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের সমাজ।

মাদক, সন্ত্রাস, নানা অপরাধ যেমন চলছে তেমন সেগুলো বন্ধে আরেক ধরনের সন্ত্রাস হচ্ছে। চারদিকে যেন শুধু হিংসার প্রতিধ্বনি। আগের মতো সাংগঠনিক নানা কর্মকাণ্ড না থাকা এর অন্যতম কারণ। খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘সুফিয়া কামাল সমাজ আন্দোলন, মনুষ্যত্বের আন্দোলনের পথিকৃৎ। কূপমণ্ডূকতা, কুসংস্কার তাঁর মধ্যে ছিল না। এর আগে কচি-কাঁচার খুদে শিল্পীদের কণ্ঠে ‘শতাব্দীর বিবেক তুমি’ উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা ঘটে।

সর্বশেষ খবর