শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিকদের ওপর হামলাকারীরা এখনো চিহ্নিত হয়নি

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারী কেউ চিহ্নিত হয়নি। তবে সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ভেসে বেড়ালেও পুলিশ তাদের চিহ্নিত করতে পারছে না। যদিও ইতিমধ্যে গুজব ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের উসকানি দিয়ে সহিংসতার দিকে ঠেলে দেওয়া অনেককে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে পুলিশ। এদিকে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বর হামলার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ করবেন সাংবাদিকরা। গতকাল সাংবাদিক সংগঠনের নেতারা হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ঘোষণা দেন। এর আগে রবিবার রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর এ হামলায় এপির সাংবাদিক এম এ আহাদসহ কর্তব্যরত অনেক সাংবাদিক আহত হন। ঘটনার পর থেকে সাংবাদিকরা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন। ওই ঘটনাস্থলে থাকা কর্তব্যরত সাংবাদিকরা জানিয়েছেন, পরিস্থিতি এমন হয়েছিল যে, ক্যামেরা দেখলেই তেড়ে আসছিলেন তারা। মাথায় হেলমেট আর হাতে রামদা-কিরিচ। কারও হাতে লাঠিসোঁটা কিংবা রড। দেশীয় অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা পুলিশের সঙ্গে সঙ্গে চলছিল। তারা নিরাপদ সড়কের দাবিতে মাঠে নামা শিক্ষার্থীদের ধরে ধরে পেটাচ্ছিল। রাজধানীর ধানমন্ডিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সংবাদ কাভারেজের বিষয়টি টের পেয়ে তারা সাংবাদিকদের ওপর হামলে পড়ে। এ সময় অন্তত পাঁচজন সাংবাদিককে মারধর করে তারা। গতকাল বিভিন্ন স্থানে সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করা দুর্বৃত্তদের খুঁজে বের করতে হবে। প্রশাসনেও দুর্বৃত্ত আছে। যারা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে চায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গুজব রটনাকারীদের পুলিশ যেভাবে খুঁজে বের করেছে, ঠিক তেমনি সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে বের করতে হবে। এর ব্যত্যয় হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

সর্বশেষ খবর