কোটা সংস্কার প্রজ্ঞাপনসহ তিন দফা দাবিতে আবারও বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এ সময় দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। গতকাল দুপুরে এক বিক্ষোভ মিছিল শেষে কোটা সংস্কার আন্দোলনের নেতারা এই হুঁশিয়ারি দেন। এর আগে আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষরণ পরিষদ’-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরির সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাহবাগ ঘুরে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যায়। সেখানে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ছাড়া ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ছাত্র সমাজ মানে না বলে তারা স্লোগান দিতে থাকে। এরপর তারা আবার মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মুহসীন হল, ভিসি চত্বর হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ছয় মাস আগে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার ঘোষণার এতদিন পরেও সেটা বাস্তবায়ন হয়নি। উপরন্তু ছাত্রদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ সময় তারা সব মামলা প্রত্যাহারের জন্য সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, কোটা সংস্কার যৌক্তিক দাবি সত্ত্বেও এই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা-মামলা দেওয়া হয়েছে। আমরা কোটা বাতিল চাইনি। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী চাইলে কোটা বাতিল করতে পারেন। তবে কোটা সংস্কার করলে আমাদের পূর্ববর্তী পাঁচ দফার আলোকে করতে হবে। তাদের দাবিগুলো হলো—মামলা প্রত্যাহার করা, তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাঁচ দফার আলোকে কোটা সংস্কার করা।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল