বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আট দিনের ব্যবধানে আজ মঙ্গলবার আবার ভিডিও কনফারেন্সে মিলিত হচ্ছেন। আজ বিকাল ৫টায় দুই প্রধানমন্ত্রী আরও তিনটি যৌথ উদ্যোগে নির্মিতব্য রেল সংযোগ ও ডিজেল সরবরাহ পাইপ লাইনের কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী মোদি দিল্লির তার সরকারি দফতর সাউথ ব্লক থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে রিমোট সুইচ টিপে এই প্রকল্পগুলো উদ্বোধন করবেন। সাউথ ব্লকে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। গণভবনে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। শিলিগুড়ি নুমালিগড় তেল শোধনাগার থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিমি ডিজেল সরবরাহর পাইপ লাইনের কাজের উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। আগামী দুই বছরের মধ্যে পাইপ লাইন নির্মাণের কাজ সম্পন্ন হবে। বর্তমানে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল সরবরাহ হয়। পাইপ লাইন দিয়ে সরবরাহ চালু হয়ে গেলে তার দাম অনেক কমে যাবে। যেহেতু পরিবহন ব্যয়সাপেক্ষ। প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-টঙ্গী এবং টঙ্গী-জয়দেবপুর তৃতীয়-চতুর্থ ও পঞ্চম ডুয়েল-গেজ রেললাইন নির্মাণের কাজের উদ্বোধন করবেন। এই লাইন নির্মাণ সম্পন্ন হলে এক দিকে যেমন ঢাকার ওপর চাপ কমবে তেমনি যাতায়াতের গতি বাড়বে। এতে ভারত-বাংলাদেশ উভয়েই উপকৃত হবে বলে সরকারি সূত্রে বলা হয়েছে। ৯৬ কিমি রেললাইন নির্মাণ হলে ঢাকা থেকে এক দিকে যেমন চট্টগ্রাম তেমনি উত্তরে আসাম পর্যন্ত লাইন বিস্তৃত হবে। এতে বাংলাদেশের পণ্য যেমন চট্টগ্রাম বন্দর হয়ে ভারতসহ দক্ষিণপূর্ব এশিয়ায় যেতে পারবে তেমনি উত্তরপূর্বে ভারতের রাজ্যগুলোয় সরবরাহ করা যাবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
হাসিনা-মোদি আজ ফের ভিডিও কনফারেন্স তিন প্রকল্প উদ্বোধন
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর