পাখির বাংলা নাম, ‘সবুজাভ সুমচা’। ইংরেজি নাম, ‘হুডেড পিট্টা (Hooded Pitta)’। বৈজ্ঞানিক নাম, Pitta Sordida। অঞ্চলভেদে এরা নীলপাখি বা হালতি পাখি নামে পরিচিত। দেশের বাগেরহাট জেলার ফকিরহাট এলাকায় অল্প বিস্তর এ পাখি নজরে পড়ে। মাঝে মধ্যে সুন্দরবনের আশপাশে বড়দলে নজরে পড়ে। অন্যত্র খুব একটা নজরে পড়ে না। তবে পাখি বিশারদরা বলছেন, লাউয়াছড়ার জঙ্গলে এদের বিস্তৃৃতি রয়েছে। মূলত এরা হিমালয় অঞ্চলের পাখি। গ্রীষ্মে পরিযায়ী হয়ে বাংলাদেশে আসে। থাকে চার-পাঁচ মাস। এ পাখি এ দেশে এসেই ডিম-বাচ্চা ফুটায়। সেমতে জন্মসূত্রে এরা এ দেশেরই বাসিন্দা। অন্যদিকে প্রজনন পরিবেশ ক্রমান্বয়ে সংকুচিত হওয়ায় এরা আমাদের দেশে এখন আর আগের মতো আসছে না। এ পাখির গলা ভারি মিষ্টি। ‘হুই-হুই’ সুরে ডাকে। সুনসান পরিবেশ পেলে গলা ছেড়ে শিস দেয়। খানিকটা দূর থেকেও শিস শোনা যায়। লোকজন এড়িয়ে চলে এরা সবসময়। মাঠ-প্রান্তরের চেয়ে জঙ্গলের ভিতর ফাঁকাস্থানে বিচরণ করে বেশি। এদের অন্যতম স্বভাব, ঝরাপাতা উল্টিয়ে খাবার খোঁজা। প্রজাতির গড় দৈর্ঘ্য লম্বায় ১৬-১৯ সেন্টিমিটার। মাথা পাটকিলে। ঘাড়ের চারপাশ, গলা এবং বুকের ওপরের অংশ কালো। বুকের কালো অংশের নিচ দিকে সবুজ। তলপেট থেকে লেজের নিচ পর্যন্ত টকটকে লাল। পিঠ জলপাই রঙের। ডানায় নীল ছোপ। ডানার প্রান্তে সামান্য কালো টান। উড়লে সাদা ছোপ নজরে পড়ে। লেজ একেবারেই খাটো। লেজের অগ্রভাগ কালচে। ঠোঁট কালো। পায়ের আঙ্গুল ছাই বর্ণের। এদের প্রধান খাবার : ভূমিজ কীটপতঙ্গ। প্রজনন মৌসুম ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে। বাসা বাঁধে ভূমির কাছাকাছি ঝোপজঙ্গলে। বাসা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো লতা-পাতা। ডিম পাড়ে ৩-৪টি। ফুটতে সময় লাগে ১৫-১৬ দিন। জন্মের সপ্তাহ দুয়েক পরে শাবক উড়তে শেখে।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
প্রকৃতি
গ্রীষ্মকালের পাখি সবুজাভ সুমচা
আলম শাইন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর