পাখির বাংলা নাম, ‘সবুজাভ সুমচা’। ইংরেজি নাম, ‘হুডেড পিট্টা (Hooded Pitta)’। বৈজ্ঞানিক নাম, Pitta Sordida। অঞ্চলভেদে এরা নীলপাখি বা হালতি পাখি নামে পরিচিত। দেশের বাগেরহাট জেলার ফকিরহাট এলাকায় অল্প বিস্তর এ পাখি নজরে পড়ে। মাঝে মধ্যে সুন্দরবনের আশপাশে বড়দলে নজরে পড়ে। অন্যত্র খুব একটা নজরে পড়ে না। তবে পাখি বিশারদরা বলছেন, লাউয়াছড়ার জঙ্গলে এদের বিস্তৃৃতি রয়েছে। মূলত এরা হিমালয় অঞ্চলের পাখি। গ্রীষ্মে পরিযায়ী হয়ে বাংলাদেশে আসে। থাকে চার-পাঁচ মাস। এ পাখি এ দেশে এসেই ডিম-বাচ্চা ফুটায়। সেমতে জন্মসূত্রে এরা এ দেশেরই বাসিন্দা। অন্যদিকে প্রজনন পরিবেশ ক্রমান্বয়ে সংকুচিত হওয়ায় এরা আমাদের দেশে এখন আর আগের মতো আসছে না। এ পাখির গলা ভারি মিষ্টি। ‘হুই-হুই’ সুরে ডাকে। সুনসান পরিবেশ পেলে গলা ছেড়ে শিস দেয়। খানিকটা দূর থেকেও শিস শোনা যায়। লোকজন এড়িয়ে চলে এরা সবসময়। মাঠ-প্রান্তরের চেয়ে জঙ্গলের ভিতর ফাঁকাস্থানে বিচরণ করে বেশি। এদের অন্যতম স্বভাব, ঝরাপাতা উল্টিয়ে খাবার খোঁজা। প্রজাতির গড় দৈর্ঘ্য লম্বায় ১৬-১৯ সেন্টিমিটার। মাথা পাটকিলে। ঘাড়ের চারপাশ, গলা এবং বুকের ওপরের অংশ কালো। বুকের কালো অংশের নিচ দিকে সবুজ। তলপেট থেকে লেজের নিচ পর্যন্ত টকটকে লাল। পিঠ জলপাই রঙের। ডানায় নীল ছোপ। ডানার প্রান্তে সামান্য কালো টান। উড়লে সাদা ছোপ নজরে পড়ে। লেজ একেবারেই খাটো। লেজের অগ্রভাগ কালচে। ঠোঁট কালো। পায়ের আঙ্গুল ছাই বর্ণের। এদের প্রধান খাবার : ভূমিজ কীটপতঙ্গ। প্রজনন মৌসুম ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে। বাসা বাঁধে ভূমির কাছাকাছি ঝোপজঙ্গলে। বাসা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো লতা-পাতা। ডিম পাড়ে ৩-৪টি। ফুটতে সময় লাগে ১৫-১৬ দিন। জন্মের সপ্তাহ দুয়েক পরে শাবক উড়তে শেখে।
শিরোনাম
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন
- গাজীপুরে ৪ ডাকাত গ্রেপ্তার
- ছয় হত্যা মামলার আসামি সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৬ মামলা
প্রকৃতি
গ্রীষ্মকালের পাখি সবুজাভ সুমচা
আলম শাইন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর