পাখির বাংলা নাম, ‘সবুজাভ সুমচা’। ইংরেজি নাম, ‘হুডেড পিট্টা (Hooded Pitta)’। বৈজ্ঞানিক নাম, Pitta Sordida। অঞ্চলভেদে এরা নীলপাখি বা হালতি পাখি নামে পরিচিত। দেশের বাগেরহাট জেলার ফকিরহাট এলাকায় অল্প বিস্তর এ পাখি নজরে পড়ে। মাঝে মধ্যে সুন্দরবনের আশপাশে বড়দলে নজরে পড়ে। অন্যত্র খুব একটা নজরে পড়ে না। তবে পাখি বিশারদরা বলছেন, লাউয়াছড়ার জঙ্গলে এদের বিস্তৃৃতি রয়েছে। মূলত এরা হিমালয় অঞ্চলের পাখি। গ্রীষ্মে পরিযায়ী হয়ে বাংলাদেশে আসে। থাকে চার-পাঁচ মাস। এ পাখি এ দেশে এসেই ডিম-বাচ্চা ফুটায়। সেমতে জন্মসূত্রে এরা এ দেশেরই বাসিন্দা। অন্যদিকে প্রজনন পরিবেশ ক্রমান্বয়ে সংকুচিত হওয়ায় এরা আমাদের দেশে এখন আর আগের মতো আসছে না। এ পাখির গলা ভারি মিষ্টি। ‘হুই-হুই’ সুরে ডাকে। সুনসান পরিবেশ পেলে গলা ছেড়ে শিস দেয়। খানিকটা দূর থেকেও শিস শোনা যায়। লোকজন এড়িয়ে চলে এরা সবসময়। মাঠ-প্রান্তরের চেয়ে জঙ্গলের ভিতর ফাঁকাস্থানে বিচরণ করে বেশি। এদের অন্যতম স্বভাব, ঝরাপাতা উল্টিয়ে খাবার খোঁজা। প্রজাতির গড় দৈর্ঘ্য লম্বায় ১৬-১৯ সেন্টিমিটার। মাথা পাটকিলে। ঘাড়ের চারপাশ, গলা এবং বুকের ওপরের অংশ কালো। বুকের কালো অংশের নিচ দিকে সবুজ। তলপেট থেকে লেজের নিচ পর্যন্ত টকটকে লাল। পিঠ জলপাই রঙের। ডানায় নীল ছোপ। ডানার প্রান্তে সামান্য কালো টান। উড়লে সাদা ছোপ নজরে পড়ে। লেজ একেবারেই খাটো। লেজের অগ্রভাগ কালচে। ঠোঁট কালো। পায়ের আঙ্গুল ছাই বর্ণের। এদের প্রধান খাবার : ভূমিজ কীটপতঙ্গ। প্রজনন মৌসুম ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে। বাসা বাঁধে ভূমির কাছাকাছি ঝোপজঙ্গলে। বাসা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো লতা-পাতা। ডিম পাড়ে ৩-৪টি। ফুটতে সময় লাগে ১৫-১৬ দিন। জন্মের সপ্তাহ দুয়েক পরে শাবক উড়তে শেখে।
শিরোনাম
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা