এক দিন বিরতির পর গতকাল শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় পর্ব। এখন থেকে আগামী এক সপ্তাহ চলবে সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর নীতিনির্ধারক পর্যায়ের বৈঠক। এসব বৈঠক থেকেই প্যারিস রুল বুক বাস্তবায়নসহ অন্য যেসব বিষয়ে গত আট দিন আলোচনা হয়েছে, তর্কবিতর্ক হয়েছে, খসড়া তৈরি হয়েছে সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে এখন পর্যন্ত আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসার খবর পাওয়া যায়নি। জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বলছেন, এবারের জলবায়ু প্যারিস চুক্তির রুল বুক বাস্তবায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ ঝুঁকির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য ১০০ বিলিয়ন ডলারের যে তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই তহবিলে ২০২০ সাল থেকে অর্থ দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আশানুরূপ অগ্রগতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এবারের সম্মেলনেই এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসতে হবে। আর এ বিষয়ে সিদ্ধান্ত নিত হবে রাজনীতিকদের। এজন্য বিশ্বনেতাদের একমত হতে হবে। কিন্তু এবারের সম্মেলনে এ রকম দৃশ্যমান কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। গত এক সপ্তাহেও তেমন অগ্রগতি হয়নি এ বিষয়ে। শুধু জলবায়ু তহবিল নয়, ন্যাশনাল ডিটারমিন্ট কনটিবিউশন গাইডলাইন প্রেডিকটেশনও (এনডিসি) এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। একইভাবে প্রেডিকটেবল ক্লাইমেট ফাইন্যান্স বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। কেউ এখন পর্যন্ত বলেনি কে কত দেবে। গত এক সপ্তাহে এসব ইস্যুতে ধনী রাষ্ট্র ও দরিদ্র বা জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর প্রতিনিধির মধ্যে তুমুল দরকষাকষি হলেও কোনো প্রকার খসড়া তৈরি হয়নি। এদিকে কাতোভিসের সম্মেলনস্থলের সামনে শনিবার বিশাল বিক্ষোভ করেছেন বিভিন্ন বেসরকারি সংগঠনের সহস্রাধিক তরুণ-তরুণী। দীর্ঘ সময় ধরে চলা ওই বিক্ষোভে একটাই দাবি জানানো হয়েছে— তাপমাত্রা ১.৫ ডিগ্রির মধ্যে রাখতে হবে। একইসঙ্গে গ্যাস নির্গমন কমানোর দাবি জানান তারা।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
বিশ্ব জলবায়ু সম্মেলন
আলোচনায় আশানুরূপ অগ্রগতি নেই
নিজামুল হক বিপুল, কাতোভিস, পোল্যান্ড থেকে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর