কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ ঘণ্টায় আটজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস ইলিয়টগঞ্জ ব্রিজ এলাকায় ক্যাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের সুপার ভাইজার ফাহাদ আল রাজী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান হেলপার মনোয়ার হোসেন। বেলা সাড়ে ১২টায় বুড়িচং উপজেলার কোরপাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মৃত্যু হয় যাত্রী হুমায়ুন কবির ও মজিবুর রহমানের। দুপুর আড়াইটায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে সিডিএম পরিবহনের একটি বাস পথচারী এক মহিলাকে চাপা দিয়ে খাদে পড়ে। এতে ওই মহিলা ও বাসের দুই যাত্রী নিহত হন। নিহত পথচারীর নাম নুরন্নাহার। মারা যাওয়া বাস যাত্রীর একজন দাউদকান্দির মো. সুমন। অন্যজনের পরিচয় জানা যায়নি। এ ছাড়া দুপুর ১টায় কুমিল্লা ক্যানটনমেন্ট এলাকায় দুর্ঘটনায় উদ্ধারে যাওয়ার পথে হাইওয়ে পুলিশের রেকারচাপায় এক বেদে নারী নিহত হন। বিভিন্ন স্থানে আরও সাত প্রাণহানি : জেলা প্রতিনিধিরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০ জন। শনিবার ভোরে বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বাসচালক আনোয়ার হোসেন ও হেলপার ইউনুছ মিয়া (২৮)। অন্যদিকে সকালে সরাইলের শাহবাজপুরে দিগন্ত পরিবহনের একটি বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে মারা গেছেন স্থানীয় পশু চিকিৎসক দুলাল মিয়া (৪৫)। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মাসুমুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের আবদুল খালেক প্রামাণিকের ছেলে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে নিরব ম-ল (৫) নামে এক শিশু। নিরব বরিশালের আগৈলঝড়া উপজেলার পয়সারহাটের কদমবাড়ী এলাকার প্রফুল্ল ম-লের ছেলে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোচালক শফিকুল ইসলাম (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ময়মনসিংহে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে ফুলপুর-তারাকান্দা সীমানায় গতকাল বাসচাপায় মারা গেছে ৫ বছরের শিশু ওয়ালিউল্লাহর। দুর্ঘটনার সময় শিশুটি মায়ের সঙ্গে তারাকান্দা উপজেলায় নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
কুমিল্লায় ৯ ঘণ্টায় ৪ দুর্ঘটনা নিহত ৮
বিভিন্ন স্থানে সড়কে আরও ৭ মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর