কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ ঘণ্টায় আটজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস ইলিয়টগঞ্জ ব্রিজ এলাকায় ক্যাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের সুপার ভাইজার ফাহাদ আল রাজী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান হেলপার মনোয়ার হোসেন। বেলা সাড়ে ১২টায় বুড়িচং উপজেলার কোরপাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মৃত্যু হয় যাত্রী হুমায়ুন কবির ও মজিবুর রহমানের। দুপুর আড়াইটায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে সিডিএম পরিবহনের একটি বাস পথচারী এক মহিলাকে চাপা দিয়ে খাদে পড়ে। এতে ওই মহিলা ও বাসের দুই যাত্রী নিহত হন। নিহত পথচারীর নাম নুরন্নাহার। মারা যাওয়া বাস যাত্রীর একজন দাউদকান্দির মো. সুমন। অন্যজনের পরিচয় জানা যায়নি। এ ছাড়া দুপুর ১টায় কুমিল্লা ক্যানটনমেন্ট এলাকায় দুর্ঘটনায় উদ্ধারে যাওয়ার পথে হাইওয়ে পুলিশের রেকারচাপায় এক বেদে নারী নিহত হন। বিভিন্ন স্থানে আরও সাত প্রাণহানি : জেলা প্রতিনিধিরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০ জন। শনিবার ভোরে বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বাসচালক আনোয়ার হোসেন ও হেলপার ইউনুছ মিয়া (২৮)। অন্যদিকে সকালে সরাইলের শাহবাজপুরে দিগন্ত পরিবহনের একটি বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে মারা গেছেন স্থানীয় পশু চিকিৎসক দুলাল মিয়া (৪৫)। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মাসুমুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের আবদুল খালেক প্রামাণিকের ছেলে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে নিরব ম-ল (৫) নামে এক শিশু। নিরব বরিশালের আগৈলঝড়া উপজেলার পয়সারহাটের কদমবাড়ী এলাকার প্রফুল্ল ম-লের ছেলে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোচালক শফিকুল ইসলাম (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ময়মনসিংহে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে ফুলপুর-তারাকান্দা সীমানায় গতকাল বাসচাপায় মারা গেছে ৫ বছরের শিশু ওয়ালিউল্লাহর। দুর্ঘটনার সময় শিশুটি মায়ের সঙ্গে তারাকান্দা উপজেলায় নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল।
শিরোনাম
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা