কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ ঘণ্টায় আটজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস ইলিয়টগঞ্জ ব্রিজ এলাকায় ক্যাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের সুপার ভাইজার ফাহাদ আল রাজী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান হেলপার মনোয়ার হোসেন। বেলা সাড়ে ১২টায় বুড়িচং উপজেলার কোরপাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মৃত্যু হয় যাত্রী হুমায়ুন কবির ও মজিবুর রহমানের। দুপুর আড়াইটায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে সিডিএম পরিবহনের একটি বাস পথচারী এক মহিলাকে চাপা দিয়ে খাদে পড়ে। এতে ওই মহিলা ও বাসের দুই যাত্রী নিহত হন। নিহত পথচারীর নাম নুরন্নাহার। মারা যাওয়া বাস যাত্রীর একজন দাউদকান্দির মো. সুমন। অন্যজনের পরিচয় জানা যায়নি। এ ছাড়া দুপুর ১টায় কুমিল্লা ক্যানটনমেন্ট এলাকায় দুর্ঘটনায় উদ্ধারে যাওয়ার পথে হাইওয়ে পুলিশের রেকারচাপায় এক বেদে নারী নিহত হন। বিভিন্ন স্থানে আরও সাত প্রাণহানি : জেলা প্রতিনিধিরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০ জন। শনিবার ভোরে বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বাসচালক আনোয়ার হোসেন ও হেলপার ইউনুছ মিয়া (২৮)। অন্যদিকে সকালে সরাইলের শাহবাজপুরে দিগন্ত পরিবহনের একটি বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে মারা গেছেন স্থানীয় পশু চিকিৎসক দুলাল মিয়া (৪৫)। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মাসুমুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের আবদুল খালেক প্রামাণিকের ছেলে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে নিরব ম-ল (৫) নামে এক শিশু। নিরব বরিশালের আগৈলঝড়া উপজেলার পয়সারহাটের কদমবাড়ী এলাকার প্রফুল্ল ম-লের ছেলে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোচালক শফিকুল ইসলাম (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ময়মনসিংহে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে ফুলপুর-তারাকান্দা সীমানায় গতকাল বাসচাপায় মারা গেছে ৫ বছরের শিশু ওয়ালিউল্লাহর। দুর্ঘটনার সময় শিশুটি মায়ের সঙ্গে তারাকান্দা উপজেলায় নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল।
শিরোনাম
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
কুমিল্লায় ৯ ঘণ্টায় ৪ দুর্ঘটনা নিহত ৮
বিভিন্ন স্থানে সড়কে আরও ৭ মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
৫ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৬ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার