রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে পিপলু বৈষ্ণব ত্রিপুরা ওরফে রনি নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী নিহত হয়েছেন। গত রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের গাছবানমুখ এলাকায় দুর্বৃত্তরা তাকে তার নিজ বাড়িতে গুলি করে পালিয়ে যায়।

নিহত রনি খাগড়াছড়ির রামগড় উপজেলার বল্টুরাম এলাকার মৃত নিগমানন্দ বৈষ্ণব ত্রিপুরার ছেলে। পুলিশ জানায়, রনি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সামরিক শাখার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৬ সালের ২৩ নভেম্বর তিনি যৌথ বাহিনীর এক অভিযানে অস্ত্রসহ আটক হয়েছিলেন। কারাগার থেকে বের হয়ে আবারও তিনি ইউপিডিএফের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন।

তবে নিহত রনিকে নিজেদের সাবেক কর্মী দাবি করে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা বলেন, একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন। ইউপিডিএফের সঙ্গে সম্পৃক্ত থাকায় জনসংহতি সমিতির সংস্কারবাদীরা তাকে হত্যা করেছে। অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি সমিতির এম এন লারমা গ্রুপের কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা।

সর্বশেষ খবর