দুর্নীতির দায়ে আলোচিত সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির ১২ বছরের কারাদন্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় লিভ টু আপিল খারিজ করে দিয়েছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। ওসমান গনির পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, আসামি ওসমান গনির লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। এর ফলে আগের সাজার রায়ই বহাল থাকল। বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে ২০০৭ সালের ২৯ মে ওসমান গনির উত্তরার বাসায় অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা ৯৯ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা, ১৩০০ ডলার, ৩ হাজর মালয়েশিয়ান রিংগিট ও প্রচুর স্বর্ণালঙ্কার উদ্ধার করে। ওই সময় ঘটনাটি দেশে আলোড়ন তোলে। ওসমান গনি পরিচিতি পান ‘বনের রাজা’ বা ‘বনখেকো’ হিসেবে। ওই বছর ২৬ জুলাই দুদক রাজধানীর উত্তরা থানায় মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, ওসমান গনি ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৪৬৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। এ ছাড়া দুদকে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে এক কোটি দুই লাখ ৫৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। বিচার শেষে ২০০৮ সালের ৫ জুন রায় ঘোষণা করে বিচারিক আদালত। দুর্নীতির দায়ে গনিকে ১২ বছরের কারাদে র পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ দেন বিচারক। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে ওসমান গনির স্ত্রী মহসিন আরা গনিকে তিন বছরের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করে আদালত। রায়ের বিরুদ্ধে ওসমান গনি আপিল করলে হাই কোর্ট তা খারিজ করে দেয়। ফলে সাজার রায়ই বহাল থাকে। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের আবেদন) করেন ওসমান গনি। গতকাল সেই আবেদনও খারিজ হয়ে যায়।
শিরোনাম
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা