দুর্নীতির দায়ে আলোচিত সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির ১২ বছরের কারাদন্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় লিভ টু আপিল খারিজ করে দিয়েছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। ওসমান গনির পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, আসামি ওসমান গনির লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। এর ফলে আগের সাজার রায়ই বহাল থাকল। বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে ২০০৭ সালের ২৯ মে ওসমান গনির উত্তরার বাসায় অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা ৯৯ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা, ১৩০০ ডলার, ৩ হাজর মালয়েশিয়ান রিংগিট ও প্রচুর স্বর্ণালঙ্কার উদ্ধার করে। ওই সময় ঘটনাটি দেশে আলোড়ন তোলে। ওসমান গনি পরিচিতি পান ‘বনের রাজা’ বা ‘বনখেকো’ হিসেবে। ওই বছর ২৬ জুলাই দুদক রাজধানীর উত্তরা থানায় মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, ওসমান গনি ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৪৬৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। এ ছাড়া দুদকে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে এক কোটি দুই লাখ ৫৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। বিচার শেষে ২০০৮ সালের ৫ জুন রায় ঘোষণা করে বিচারিক আদালত। দুর্নীতির দায়ে গনিকে ১২ বছরের কারাদে র পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ দেন বিচারক। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে ওসমান গনির স্ত্রী মহসিন আরা গনিকে তিন বছরের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করে আদালত। রায়ের বিরুদ্ধে ওসমান গনি আপিল করলে হাই কোর্ট তা খারিজ করে দেয়। ফলে সাজার রায়ই বহাল থাকে। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের আবেদন) করেন ওসমান গনি। গতকাল সেই আবেদনও খারিজ হয়ে যায়।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
সর্বোচ্চ আদালতেও সেই বনের রাজার সাজা বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর