সপ্তাহের শুরুতেই বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক অর্ধশত পয়েন্ট কমেছে। পাশাপাশি কমেছে উভয় শেয়ারবাজারের সব সূচক। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে ডিএসইতে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২০ ও ২০২৪ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে। ডিএসইতে ৮১২ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৭২ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪০ কোটি টাকা বেড়েছে। এদিকে ডিএসইতে ৩৪৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির, কমেছে ২৪৭টির ও অপরিবর্তিত থাকে ২৯টির। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে মুন্নু সিরামিক এবং ২৭ কোটি ৬৪ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ফরচুন সুজ। লেনদেনে শীর্ষস্থানীয় অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, লিগ্যাসি ফুটওয়্যার, জেনারেশন নেক্সট, মুন্নু জুট স্টাফলার্স, পাওয়ার গ্রিড, সিঙ্গার বিডি এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮০ পয়েন্টে। হাতবদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দও বেড়েছে ৬৬টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত থাকে ২১টির দর। আর ২৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার