সপ্তাহের শুরুতেই বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক অর্ধশত পয়েন্ট কমেছে। পাশাপাশি কমেছে উভয় শেয়ারবাজারের সব সূচক। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে ডিএসইতে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২০ ও ২০২৪ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে। ডিএসইতে ৮১২ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৭২ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪০ কোটি টাকা বেড়েছে। এদিকে ডিএসইতে ৩৪৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির, কমেছে ২৪৭টির ও অপরিবর্তিত থাকে ২৯টির। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে মুন্নু সিরামিক এবং ২৭ কোটি ৬৪ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ফরচুন সুজ। লেনদেনে শীর্ষস্থানীয় অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, লিগ্যাসি ফুটওয়্যার, জেনারেশন নেক্সট, মুন্নু জুট স্টাফলার্স, পাওয়ার গ্রিড, সিঙ্গার বিডি এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮০ পয়েন্টে। হাতবদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দও বেড়েছে ৬৬টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত থাকে ২১টির দর। আর ২৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
লেনদেন বাড়লেও সূচকের বড় পতন শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর