রাজধানীর সবুজবাগ থেকে নটর ডেম কলেজের এক ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম ইয়োগেন হেনছি গোন সালভেজ (২২)। মঙ্গলবার রাতে কদমতলার ৯ নম্বর লেনের ৭৭/এ নম্বর বাড়ির নিচতলায় তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। নটর ডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ইয়োগেন। পুলিশ বলছে, পরিচয় গোপন করে নতুন ভাড়া বাসায় উঠেই খুন হন ইয়োগেন। তার বাবার নাম ম্যাকলিন গোন সালভেজ। গ্রামের বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাটায়। নতুন বাসায় ওঠার আগে ইয়োগেন মামাতো বোন শিপ্রার সঙ্গে পুরান ঢাকার নারিন্দায় থাকতেন। তবে কারা কী কারণে তাকে খুন করেছে এবং কেন তিনি পরিচয় গোপন করে নতুন বাসা ভাড়া নিলেন সে বিষয়ে জানাতে পারেনি পুলিশ ও পরিবার।গতকাল ইয়োগেনের ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, ময়নাতদন্তে পিঠে ও পেটে ১৫টি স্টেপের চিহ্নসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ হত্যাকা- ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভগ্নিপতি রোমেন পিনারু জানান, শিপ্রা বাসায় না থাকায় শুক্রবার গুলশানের নর্দায় বোন ডালিনের বাসায় যান ইয়োগেন। সেখান থেকে মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার জন্য ওই বাসা থেকে বের হন। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় ফোন দেওয়া হয়। কিন্তু কয়েকবার রিং হয়ে বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে তারা জানতে পারেন কদমতলার একটি বাসায় তার লাশ পাওয়া গেছে। ইয়োগেন কিছুদিন আগে রবি কল সেন্টারে চাকরির জন্য ট্রেনিং করেছিলেন। তার কোনো শত্রু ছিল না। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, মঙ্গলবার রাতে কদমতলার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পেটে সাতটি ও পিঠে চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি ইয়োগেন মিথ্যা তথ্য দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
রাজধানীতে নটর ডেম ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর