রাজধানীর সবুজবাগ থেকে নটর ডেম কলেজের এক ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম ইয়োগেন হেনছি গোন সালভেজ (২২)। মঙ্গলবার রাতে কদমতলার ৯ নম্বর লেনের ৭৭/এ নম্বর বাড়ির নিচতলায় তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। নটর ডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ইয়োগেন। পুলিশ বলছে, পরিচয় গোপন করে নতুন ভাড়া বাসায় উঠেই খুন হন ইয়োগেন। তার বাবার নাম ম্যাকলিন গোন সালভেজ। গ্রামের বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাটায়। নতুন বাসায় ওঠার আগে ইয়োগেন মামাতো বোন শিপ্রার সঙ্গে পুরান ঢাকার নারিন্দায় থাকতেন। তবে কারা কী কারণে তাকে খুন করেছে এবং কেন তিনি পরিচয় গোপন করে নতুন বাসা ভাড়া নিলেন সে বিষয়ে জানাতে পারেনি পুলিশ ও পরিবার।গতকাল ইয়োগেনের ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, ময়নাতদন্তে পিঠে ও পেটে ১৫টি স্টেপের চিহ্নসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ হত্যাকা- ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভগ্নিপতি রোমেন পিনারু জানান, শিপ্রা বাসায় না থাকায় শুক্রবার গুলশানের নর্দায় বোন ডালিনের বাসায় যান ইয়োগেন। সেখান থেকে মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার জন্য ওই বাসা থেকে বের হন। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় ফোন দেওয়া হয়। কিন্তু কয়েকবার রিং হয়ে বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে তারা জানতে পারেন কদমতলার একটি বাসায় তার লাশ পাওয়া গেছে। ইয়োগেন কিছুদিন আগে রবি কল সেন্টারে চাকরির জন্য ট্রেনিং করেছিলেন। তার কোনো শত্রু ছিল না। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, মঙ্গলবার রাতে কদমতলার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পেটে সাতটি ও পিঠে চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি ইয়োগেন মিথ্যা তথ্য দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল