বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর এক কি.মি.

আজকালের মধ্যে বসছে অষ্টম স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর এক কি.মি.

অষ্টম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে পদ্মা সেতুর এক কিলোমিটারের বেশি অংশ দৃশ্যমান হতে যাচ্ছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে গতকাল শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হয়েছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ১ হাজার ৫০ মিটার দৈর্ঘ্য এ স্প্যান নিয়ে ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা হয়েছে। আজ বুধবার সকালের দিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে অষ্টম স্প্যান বসতে যাচ্ছে। তবে জাজিরা প্রান্তে এটি সপ্তম স্প্যান। এর আগে জাজিরা প্রান্তে ষষ্ঠ ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুতে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো হয়। অপরদিকে আরও একটি স্প্যান মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে খুঁটির ওপর বসানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ বুধবার সকালের দিকে অষ্টম স্প্যান নিয়ে জাজিরা প্রান্তে পৌঁছতে পারে ভাসমান ক্রেন তিয়ান-ই। কাজেই আজ বা আগামীকাল সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানো হতে পারে। জাজিরা প্রান্তে এটি হবে সপ্তম স্প্যান। সব মিলিয়ে এখানে পদ্মা সেতু এক কিলোমিটার ছাড়িয়ে যেতে বসেছে। এ নিয়ে উভয় পাড়ের মানুষের মাঝে রয়েছে উৎসবের আমেজ।

সর্বশেষ খবর