বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ স্থানে ব্যবসা নয়

-এ কে আজাদ

ঝুঁকিপূর্ণ স্থানে ব্যবসা নয়

কোনো ধরনের ঝুঁকিপূর্ণ স্থানে দাহ্য কেমিক্যাল ব্যবসা চলতে পারে না বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, ‘নিমতলীতে প্রায় ১০ বছর আগে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর এফবিসিসিআই থেকে আমরা প্রস্তাব দিয়েছিলাম, দাহ্য কেমিক্যাল গুদাম সরাতে কেরানীগঞ্জে জমি দেওয়া হোক। প্রতিশ্রুতি দেওয়া হলেও এটা করা হয়নি।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এফবিসিসিআইর এই সাবেক সভাপতি। তিনি বলেন, যে কোনো ঝুঁকিপূর্ণ স্থানই মানুষের জন্য কাম্য নয়। নিরাপদও নয়। আর দাহ্য কেমিক্যালের গুদাম তো অনেক বিপজ্জনক। এটা জেনেশুনেও সিটি করপোরেশন কীভাবে ট্রেড লাইসেন্স দিল। কারণ সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স দিলে সেই ব্যবসা তো অবশ্যই বৈধ। এ ছাড়া সিটি করপোরেশনের যে ধরনের নজরদারি প্রয়োজন ছিল, তা করা হয়নি। এই দায় কেউ এড়াতে পারে না। শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক এই সভাপতি বলেন, যেহেতু বিগত ১০ বছরে সরানো হয়নি কেমিক্যাল ব্যবসা, তাই এখন দ্রুত সরানোর ব্যবস্থা করা সবার জন্য জরুরি। তবে এ ক্ষেত্রে একাধিক বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। আবার এমন কিছু করা যাবে না, যাতে পুরান ঢাকার ব্যবসায়ীরা ব্যাংকে খেলাপি হয়ে যান। খেলাপি হলে সেখানকার ব্যবসায়ীরা পথে বসে যাবেন। সরকারের উচিত হবে দ্রুত জমি দিয়ে ব্যবসায়ীদের সহায়তা করা। নইলে কেমিক্যাল কারখানা সরানো যাবে না।

সর্বশেষ খবর