শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

দিল্লিতে বাংলাদেশ মিশনে ৭ মার্চ পালিত

নয়াদিল্লি প্রতিনিধি

১৯৭১ সালে বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য বঙ্গবন্ধুর অনুপ্রেরণাদায়ক ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত বৃহস্পতিবার এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। জাতির ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের তাৎপর্যময় এই দিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মিশনের কর্মকর্তারা। সভায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়। সভাপতির ভাষণে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। তিনি বলেন, ইউনেস্কো এই ভাষণকে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রার’ মর্যাদা দেওয়াটা বাংলাদেশিদের জন্য বিরাট গৌরবের বিষয়। ইউনেস্কোর এই স্বীকৃতির ফলে ভাষণটির আন্তর্জাতিকীকরণ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত : ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। খবর : এনআরবি নিউজ। এ দিনের কর্মসূচিতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণের ওপর আলোচনা, ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনা।

সর্বশেষ খবর