মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা
মন্ত্রিসভায় অনুমোদন

রপ্তানিজাত মাছে ভেজাল মেশালে ২ বছরের জেল ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চিংড়িসহ রপ্তানিজাত মাছের ওজন বাড়ানোর জন্য মাছের সঙ্গে লোহার পেরেক, জেলি কিংবা সাগু মেশালে সর্বোচ্চ দুই বছরের সাজা ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০১৯-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৯ চূড়ান্ত অনুমোদন ও বাংলাদেশ বাতিঘর আইন, ২০১৯-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব জানান, উচ্চ আদালতের নির্দেশে সামরিক  আমলের অধ্যাদেশের বাংলায় রূপান্তর করে আইনে পরিণত করা হচ্ছে। এরই অংশ হিসেবে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০১৯-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, মৎস্যপণ্যে কোনো কিছুর মিশ্রণ ও ভেজাল নিষিদ্ধ করা হয়েছে। এটি অমান্য করলে দুই বছরের কারাদ  এবং ৫ লাখ টাকার জরিমানা কিংবা উভয় দে  দি ত করার বিধান রাখা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে সাজার পরিমাণ দ্বিগুণ হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বিদ্যমান আইনে এ সাজার পরিমাণ ছিল তিন মাসের দ  ও ৫ হাজার টাকা জরিমানা। প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।

গত ৭ মার্চ জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়া নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জনের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

সর্বশেষ খবর